শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ সেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল সৃষ্টির উদ্যোগ: ডা. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] উপচার্য বিএসএমইউ ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন ‘করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ে গবেষণা করতে হবে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২১ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ ও বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, মানব দেহের জন্য রক্তচাপ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং উচ্চ রক্তচাপ হলো সারা শরীরের রোগ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক দিন বেঁচে থাকা সম্ভব।

[৩] অধ্যাপক ডা.শারফুদ্দিন করোনা ভাইরাসের আক্রান্ত কোনো কোনো রোগীর রক্তচাপ হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার কোনো কোনো রোগীর রক্তচাপ অনেক বেশী থাকছে, আবার কোনো কোনো রোগীর রক্তচাপ অনেক কম যাচ্ছে। কেনো এমন হচ্ছে এই বিষয়ে গবেষণা করা জরুরি।

[৪] ভারচুয়ালি অনুষ্ঠিত এই বৈজ্ঞানিক সম্মেলনে চেয়ারপার্সন ছিলেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান। সম্মেলনে ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জ্যোতির্ময় পাল মূল্যবান মতামত প্রদান করেন। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান।

[৫] তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার জন্য বিশ্ববিদ্যালয়ের আইসিইউ এর সংখ্যা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। আইসিইউতে মুমূর্ষু রোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়ে থাকে বিধায় এখানে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা-উপজেলাসহ প্রান্তিক পর্যায়েও আইসিইউ সেবার পরিকল্পনা নিয়েছেন।

[৬] শনিবার বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের প্রফেসর সামাদ সেমিনার হলে কোভিড-১৯ এ আক্রান্ত মুমূর্ষূ রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রশিক্ষণ কর্মসূচীতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এ্যানেথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান। আরো বক্তব্য রাখেন উক্ত বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়