শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব ও পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবা-গাঁজাসহ আটক ৬

সুজন কৈরী: [২] রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও হাতিরঝিলে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব ও ডিএমপির গোয়েন্দা বিভাগ।

[৩] র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, ট্রাকে করে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে মতিঝিল থেকে পল্টন হয়ে শাহবাগ যাচ্ছে বলে তথ্য পায় ব্যাটালিয়নের একটি দল। ওই তথ্যে শুক্রবার রাতে পল্টনের হেভেন রোজ সুইটস্ এন্ড বেকারীর সামনে অভিযান চালায় র‌্যাবের দলটি। এ সময় শাহ আপেল ইসলাম (৩৭), শহিদুল ইসলাম (৩২) ও কবির মিয়া (২৪) নামের তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা এবং তা পাচারে ব্যবহৃত ১টি ট্রাক উদ্ধার করা হয়।

[৪] বীণা রানী দাস আরও বলেন, র‌্যাব-৩ এর অপর একটি দল যাত্রাবাড়ীর কাজলার মোড়স্থ বায়তুন নুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে আলামিন (৪০) নামের একজনকে আটক করে। তার কাছ থেকে ২১ কেজি গাঁজা এবং তা বহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

[৫] আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়ীয়া থেকে মাইক্রোবাসে করে গাঁজার চালান নিয়ে রাজধানীর ডেমরা ষ্টাফ কোয়াটার হয়ে ঢাকায় আসছিলেন।

[৬] এদিকে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, শুক্রবার হাতিরঝিলের মগবাজার অটোওয়েল এন্ড অটো পার্টসের সামনে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় শামীম মিয়া (৩২) ও রফিকুল ইসলাম (৩২) নামের দুজনকে আটক করা হয়। আটকরা যাত্রবাড়ী থেকে গাঁজার চালান নিয়ে হাতিরঝিল এলাকায় যাচ্ছিলেন।

[৭] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়