শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার মুরাদনগর থেকে চুরি হওয়া ১৭২৫ টি হাঁসসহ আটক ৩ 

জাবেদ : [২] কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ডালপা গ্রামের বিলে একটি হাঁসের খামার থেকে ২৯০০ পিছ হাঁস চুরি হয়। জহিরুল ইসলাম অস্থায়ী ভাবে ডালপা বিলে হাঁসের খামার দিয়ে ব্যবসা করছিলেন। ১৫ মে রাতে তাঁর খামারের সকল হাঁস নিয়ে কর্মচারীরা পালিয়ে যায়। এই বিষয়ে বাঙ্গরা বাজার থানায় গত ১৭/০৫/২০২১ইং জহিরুল ইসলাম বাদী হয়ে খামারের কর্মচারীদদের নামে মামলা দায়ের করেন।

[৩] বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, খামারীর হাঁস চুরির বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ২১/০৫/২০২১ইং সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ও স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলায় এজহারকৃত ৩ জন আসামীকে আটক ও ১৭২৫ পিছ হাঁস, একটি পিকআপ ভ্যান গাড়ী উদ্ধার করা হয়েছে।

[৪] বাঙ্গরা বাজার থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, আসামীদের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ গোড়াউতরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। আটকৃতরা হলেন : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বানিহারী গ্রামের মৃত মুকছুদ আলীর ছেলে শাহিন মিয়া (৩৭), একই থানার ফিরোজপুর গ্রামের হাজী মোঃ রহমানের ছেলে আরমান মিয়া (১৯), এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার আছমতপুর গ্রামের সুমন মিয়ার ছেলে রবিউল আউয়াল (৩৩)।

[৫] আসামীগণকে ২২শে মে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়