কূটনৈতিক প্রতিবেদক: [২] ব্রিটেনের টেলিভিশন আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেছেন, ভারত ভ্যাকসিন দেওয়া বন্ধ রাখায় দ্বিতীয় ডোজ নিয়ে আমরা এখন চিন্তিত। যেভাবেই হোক এটি এখন আমাদের প্রয়োজন।
[৩] ভারতের করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক উল্লেখ করে বলেন, আমরা এই পরিস্থিতি বুঝতে পারছি। ফলে তারা যে পরিমাণ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হচ্ছে।
[৪] ভারত টিকা রফতানি বন্ধ রাখায় বাংলাদেশ ১২ সপ্তাহের মধ্যে ১৬ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দিতে ব্যর্থ হবে।
[৫] ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তবে ব্রিটিশ সরকার ওই আবেদন ফিরিয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি ব্রিটেন চেষ্টা করলে, তারা এটা দিতে পারবে এবং কমনওয়েলথ ভুক্ত দেশগুলোকে তাদের সাহায্য করা উচিত।
আপনার মতামত লিখুন :