শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ারীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

সুজন কৈরী: [২] রাজধানীর ওয়ারী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

[৩] আটকরা হলো- শামসুল হক হৃদয় (২৪), মুরাদ হোসেন (২৩), আকবর হোসেন ওরফে সোহেন (২৪), আকবর হোসেন (৩০), রিপন (২৭) ও রাকিব (২৩)। তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ৩টি ছুরি, ৪টি মোবাইল ও নগদ ১ হাজার ২৪০টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, শুক্রবার রাতে ওয়ারীর জয়কালি মন্দির এবং কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা স্থানীয় কিশোর গ্যাং গ্রæপ পিচ্চি হৃদয়, মুরাদ এবং আকবর গ্রæপের সদস্য। বিভিন্ন জনবিরল স্থানে তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে দ্রুত পালিয়ে যেত।

[৬] তারা ডাকাতি বা ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশী শক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত। প্রায়শঃই তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও তারা জড়াতো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়