বিনোদন ডেস্ক: অরণ্য আমাকে বিশেষভাবে অনুভব করায়। ’ গাছের সঙ্গে ছবি পোস্ট করে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করে প্রকৃতিকে রক্ষার আহ্বান জানালেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বাংলানিউজ২৪
ফেসবুকে নিজের ওয়ালে জয়া লেখেন, আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি! এই গাছ নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
গাছটির অবস্থান ইংল্যান্ডের ওয়েলসে৷ বিগত এক দশক ধরে এই পাইন গাছটি ছিল ইংল্যান্ডের উচ্চতম গাছ। ২০৯ ফিট উচ্চতা নিয়ে গাছটি ২০ তলা ভবনকেও ছাড়িয়ে যেত।
পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠুরে শিল্পী সাইমন রোর্কে গাছটির স্মৃতি ধরে রাখতে গাছটিকে না কেটে, হাতের আদলে একটি চমৎকার শিল্পরূপ দেন। যাতে এই চমৎকার শিল্পকর্মটি বিশেষ একটি অর্থ বহন করে।
সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এটি হতে পারে একটি প্রতিবাদের প্রতীক। সাইমনের শৈল্পিক ছোঁয়ায় গাছটি এখন বিপন্ন অরণ্যের প্রতীক। আর সেই বার্তাই দিতে চাইলেন জয়া।
আপনার মতামত লিখুন :