শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফোরলেন সড়কের নির্মাণ শ্রমিক নিহত

গোলাম সারোয়ার:[২] জেলার আশুগঞ্জে লবন বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন সড়কের নির্মাণ শ্রমিক দুলাল মিয়া (৩৪) নিহত হয়েছেন।

[৩] শুক্রবার (২১ মে) বিকালে উপজেলার সোনারামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদী থানার টাংগর পাড়া এলাকার মৃত সেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ-আখাউড়া ফোরলেনের কাজে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

[৪] আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ জানান, বিকালে ঢাকা থেকে আসা একটি লবন বোঝাই ট্রাক সামনে থাকা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

[৫] এসময় ব্রিজের নিচে ফোর লেনের কাজ করতে থাকা দুলাল মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সরিয়ে নিহত দুলাল মিয়াকে উদ্ধার করা হয়।ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়