শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. এমদাদুল হক: প্রত্যক্ষ ও পরোক্ষ তথ্য এক না

ড. এমদাদুল হক: ভাত আর বেগুন এক না। যদিও দুটিই খাদ্য এবং একইসঙ্গে খাওয়া হয়। টেনিস ও দাবা এক না। যদিও দুটিই খেলা এবং দুটি খেলাতেই দুইজন খেলোয়াড় থাকে এবং একজন বিজয়ী হয়। ঠিক তেমনি প্রত্যক্ষ ও পরোক্ষ তথ্য এক না। পরোক্ষ তথ্য কোনোকিছুতে বিন্যস্ত, সঞ্চিত ও সংরক্ষিত থাকে। যেমন কম্পিউটার, স্কুল কলেজের শিক্ষা, চিকিৎসা বিদ্যা, ভাষা, ব্যাকরণ, আইন, আদালত এবং অবশ্যই মতবাদী ধর্ম। মতবাদী ধর্ম লিখিত থাকে শাস্ত্রে এবং শাস্ত্রই সত্য-অসত্য প্রমাণের দলিল। প্রত্যক্ষ তথ্য কোথাও বিন্যস্ত, সঞ্চিত ও সংরক্ষিত থাকে না।

এখানে তথ্য লীলা করে। লীলা- মানে সঙ্গম। সঙ্গম মানে এমন প্রমোদপূর্ণ ক্রীড়া, যা কোনোকিছুকে উথালপাথাল করে দেয়। যেমন, শুকনো মাটিতে বৃষ্টি হলো। বৃষ্টির জল মাটির সঙ্গে এমন মিথস্ক্রিয়া করলো যে, মাটির গুণাগুণ বদলে গেলো এবং জীবন সৃষ্টির জন্য প্রস্তুত হয়ে উঠলো। অতিরিক্ত জল প্রবাহিত হলো নদীতে। নদীতে সৃষ্টি হলো স্রোত। মৃত প্রায় নদী হয়ে উঠলো স্রোতোস্বিনী এবং যৌবন উপচে পড়তে লাগলো চারদিকে। যে কোরআন পাহাড়ের ওপর অবতীর্ণ হলে পাহাড় বিদীর্ণ হয়ে যেতো, তা কাগজে লেখা পরোক্ষ কোরআন নয়রে বোকা। এটি হলো বৃষ্টির মতো প্রত্যক্ষ কোরআন।

তোমার দৃষ্টিতে আমার ধর্ম ভুল। কারণ তুমি পরোক্ষ কোরআনকে প্রমাণ মান্য করো। আমি প্রমাণ মান্য করি প্রত্যক্ষ কোরআন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়