শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক্সপার্ট আইএমইআই নম্বর পরিবর্তনকারী মোবাইল চোরসহ চক্রের ৩ জন গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চোরাইকৃত মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করতে এক্সপার্ট এমন একটি চক্রের এক সদস্য এবং সেগুলো ক্রয়-বিক্রয়ে জড়িত ২ জনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশ।

[৩] শুক্রবার (২১ মে) পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে তাদের নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকার মান্নান টাওয়ারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

[৪] আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ আরো জানায়, ইউটিউব দেখে দেখে মোবাইল সেটের শনাক্তকরণ আইএমইআই নম্বর পাল্টানোর ‘প্রশিক্ষণ’ নিয়েছেন তারা। নিজেরাই মোবাইল চুরি করেন, আইএমইআই নম্বর পাল্টে ফেলেন। সেগুলো বিক্রির জন্য দিয়ে দেন দোকানে। যেসব মোবাইলের আইএমইআই নম্বর নিজেরা পাল্টাতে পারেন না, সেগুলো নিয়ে যান তাদের পরিচিত অন্য দোকানে। আর পরিবর্তন করতে ব্যার্থ হলে সেগুলোর পার্টস খুলে বিক্রি করে দেন।

[৫] বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, চোরাই মোবাইল বিক্রির তথ্য পেয়ে মান্নান টাওয়ারের সামনে অভিযান চালিয়ে মোবাইল চোর’ মাহবুব রেজা মিল্কিকে একটি মোবাইল সেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে গভীর রাত পর্যন্ত মান্নান টাওয়ার ও সাজেদা মার্কেটের দু’টি দোকানে অভিযান চালায় পুলিশ। ৬১টি চোরাই মোবাইল ফোনসহ দুই দোকানিকেও আটক করা হয়েছে।

[৬] আটককৃত দুই জনের একজন মান্নান টাওয়ারের মোবাইল সার্ভিসিংয়ের দোকানের মো. ফেরদৌস (৩৩), আরেকজন সাজেদা মার্কেটের মোবাইল সার্ভিসিংয়ের আরেক দোকানদার আবুল কালাম সানি (২৪)।

[৭] জিজ্ঞাসাবাদে মিল্কি জানিয়েছে, মিল্কিসহ আরও তিন-চার জন মিলে সেটগুলো চুরি করে দোকানগুলোতে বিক্রির জন্য দেয়া হয়েছে।

[৮] ওসি রুহুল আমীন বলেন, উদ্ধারকৃত ৬১টি সেটের প্রতিটিরই আইএমইআই নম্বর পাল্টানো। জিজ্ঞাসাবাদে মিল্কি জানিয়েছে, তাদের পাঁচ-ছয় জনের একটি সিন্ডিকেট আছে। তারা শাহ আমানত সেতু এলাকা এবং বিভিন্ন বাসা থেকে মোবাইল চুরি করে। নিজেরাই আইএমইআই নম্বর পাল্টায়। আইএমইআই নম্বর পাল্টানোর কৌশল ইউটিউব দেখেই তাদের চক্রের প্রত্যেক সদস্য আইএমইআই নম্বর পাল্টাতে শিখেছেন বলে পুলিশকে জানান।

[৯] আইএমইআই নম্বর পাল্টানো সহজ হওয়ায় স্যামসাং, রেডমি, ওয়ালটন সেট তাদের টার্গেট। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি রুহুল আমীন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়