শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইস্যুতে অস্বস্তিতে সরকার, আওয়ামী লীগ ও জোটের নেতারা

মহসীন কবির: [২] রোজিনা ইস্যুতে সরকারের মন্ত্রীদের অনেকে বলেছেন, যেহেতু রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে মামলা হয়েছে, ফলে বিষয়টা এখন আইনগতভাবেই ফয়সালা হওয়া উচিত। অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন, সরকার এবং গণমাধ্যমের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেতে পারে। মন্ত্রীরা ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন।

[৩]  সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ক্ষেত্রে রাষ্ট্রীয় নথি চুরির যে অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে, তার সমর্থনে সরকারের বিভিন্ন মহল থেকে বক্তব্য তুলে ধরা হচ্ছে। সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লুকিয়ে এসব তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল না।

[৪] রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা ও কারাগারে পাঠানোর ঘটনায় সাংবাদিক সমাজের প্রতি ধৈর্যধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেছেন, ‘মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন। সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন আশা করি।’

[৫] রোজিনা ইসলামের ইস্যুতে সরকার ও গণমাধ্যমের সাথে দুরত্ব তৈরী হোক, এটা সরকার চায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত মঙ্গলবার সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তার ইস্যুতে সাংবাদিকদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে। তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। তার মামলাটি খতিয়ে দেখতে প্রসিকিউটরকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ।

[৬] সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং এই পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবিলা করতে হবে।বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, এটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। আমি আশা করবো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের লুকানোর কিছু নাই। যে ঘটনা ঘটেছে সেটি খুব দুঃখজনক। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটি কয়েক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে।

[৭] রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অনুমতি ছাড়া সরকারী বা যে কোন প্রতিষ্ঠানের নন ডিসক্লোজার আইটেম ফাঁস করা অন্যায় এবং এ ব্যাপারে সংম্লিষ্ঠ প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। তবে বেগম রোজিনা ইসলাম যাতে সুবিচার পায় সে বিষয়টা দেখছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন দায় থাকলে তারাও এড়াতে পারবেন না।

[৮] তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব, সরকারের উপর আস্থা রাখুন, এ বিষয়ে সরকার ন্যায় বিচার করতে বদ্ধপরিকর। তথ্যমন্ত্রী ১৯ মেচট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সাংবাদিকদের করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

[৯] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সরকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও গোপন ডকুমেন্ট বা ফাইল কোনো একান্ত সচিবের টেবিলে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে না। এটা হয়ে থাকলে সেটা বরং মন্ত্রণালয়েরই অযোগ্যতা ও ব্যর্থতা। মন্ত্রী প্রকারান্তরে দেশে দুর্নীতিবাজ ব্যবসায়ী-আমলাদের যে অশুভ আঁতাত গড়ে উঠেছে তার পক্ষেই সাফাই গেয়েছেন।

[১০] তিনি আরও বলেন, দেশবাসী জানে এই করোনাকালে সরকারি অর্থ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কী পরিমাণ দুর্নীতি আর লুটপাট হয়েছে। আর রোজিনা ইসলাম সেই সত্যকে তার রিপোর্টের মাধ্যমে তুলে ধরছিলেন। এ কারণেই তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আক্রোশের শিকারে পরিণত হতে হয়েছে। যে সব আমলা-কর্মচারীরা রোজিনা ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তাদেরও শাস্তি নিশ্চিত করার দাবি জানান মেনন। বুধবার ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

[১১] সাংবাদিক রোজিনা ইসলামকে গোপনে রাষ্ট্রীয় নথি নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  মঙ্গলবার (১৮ মে) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোমবার (১৭ মে) যে ঘটনা ঘটেছে সে ঘটনা অনুযায়ী রোজিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি না বলে সরকারি ফাইল নিয়ে যাচ্ছিলেন। সেগুলোর ছবি তুলছিলেন। অনুমতি ছাড়াই ওই রুমে প্রবেশ করেছেন। এগুলো রাষ্ট্রীয় গোপন বিষয়। তিনি অন্যায় করেছেন। পূর্বের কোনো সংবাদের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তা নয়।  জাহিদ মালেক বলেন, সাংবাদিক রোজিনাকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। এই তথ্য সঠিক নয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

[১২] কৃষিমন্ত্রী ড: আব্দুর রাজ্জাক গতকাল বিবিসিতে বলেছেন, ঘটনাটি তাদের জন্য অস্বস্তিকর। তবে যেহেতু মামলা হয়েছে, আইনগতভাবেই গ্রেপ্তারকৃত সাংবাদিক ন্যায় বিচার পাবেন বলে তিনি মনে করেন। একজন সাংবাদিক -তাকে জেলে যেতে হয়েছে, সেটাতো অস্বস্তিকর বটেই। অনেক সমালোচনাও হচ্ছে মিডিয়াতে আন্তর্জাতিক পর্যায়ে। তারপরও সত্যটা বেরিয়ে আসুক।

[১৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল বিসিসিকে বলেছেন, আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলেই তারা মনে করছেন। তিনি বলেন আমরা মনে করি যে, সরকার এবং গণমাধ্যম বা সাংবাদিকরা একে অপরের পরিপূরক। সেই জায়গায় সম্পর্ক নষ্ট হওয়াটা কারও জন্যই শুভকর নয়। তিনি আরও বলেছেন, আমরা যেটা মনে করি, যে ঘটনাই ঘটেছে, সেটাকে দ্রুত সকলে বসে সুন্দর একটা সমাধান করে নেয়াটাই ভাল।

[১৪] সোমবার (১৭ মে)পাঁচ ঘণ্টারও বেশি সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় সাংবাদিক রোজিনা ইসলামকে। এরপর মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়