শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে বিকাশ সংঘবদ্ধ প্রতারণা চক্রের তিন সদস্য আটক

স্বপন দেব : [২] সদর থানা এলাকা সহ রাজনগর থানার খাশ প্রেমনগর এলাকায় দীর্ঘ ১৬ ঘন্টার অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

[৩] গ্রেফতারকৃতরা হলেন, বুলবুল মিয়া পিতা-মৃত আছাদ আলী, মোঃ মাসুম(১৯), পিতা-মিলদার মিয়া, উভয় সাং-খাশ প্রেমনগর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, ফজলুল হক(৩২), পিতা-ফিরোজ আলী, সাং-ইছাকোটা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, বর্তমান-সাং-গোবিন্দ্রশ্রী, থানা ও জেলা-মৌলভীবাজার।

[৪] এসময় বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর মোট-২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১,৩০,৭৩০ টাকা উদ্ধার করা হয়।

[৫] পুলিশ জানায়, গত-১১ মে শাহ ইব্রাহীম আলী থানায় সাধারণ ডাইরি করেন। সেখানে অজ্ঞাতনামা ব্যক্তি শাহ তাছলিম নামক ইমো নাম্বার থেকে তাহার ব্যবহৃত ইমো নাম্বারে ফোন করে তার বোনের কন্ঠ নকল করে বিভিন্ন সমস্যার কথা বলে টাকা চায়। তিনি সরল বিশ্বাসে ব্যক্তির কথায় রাজি হয়ে তার দেয়া বিকাশ নাম্বারে বিভিন্ন সময়ে সর্বমোট নগদ-৯০,০০০/- টাকা পাঠায়।

[৫] টাকা পাঠানোর পর উল্লেখিত নাম্বারে ফোন করিলে মোবাইল নাম্বার গুলো বন্ধ পাওয়া যায়।

[৬] পরবর্তীতে আবেদনকারী তাহার বোনের সাথে ফোনে কথা বলে জানতে পারেন তাহার বোন কোনো টাকা পয়সা তাহার কাছে চায় নাই, এমনকি সে কোন টাকা পয়সা পায়ও নাই। তখন আবেদনকারী প্রতারণার স্বীকার হয়েছে বুঝতে পারিয়া উক্ত বিষয় মৌলভীবাজার মডেল থানায় জিডি করেন।

[৭] উক্ত জিডির প্রেক্ষিতে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার মডেল থানাধীন কোর্টরোডস্থ আনোয়ার ম্যানশন টিসি মার্কেটের দয়াল ষ্টোর হইতে বিকাশ দোকানদার ফজলুল হক(৩২) কে আটক করিয়া তাহাকে জিজ্ঞাসাবাদে সহযোগী বুলবুল মিয়া (৩৬), এবং মোঃ মাসুম(১৯) কে রাজনগর থানাধীন খাশ প্রেম নগর এলাকা হইতে আটক করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়