ডেস্ক নিউজ: শুক্রবার সকালে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সংবাদকর্মীরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা বলেন, রোজিনা ইসলামকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে মামলা দেয়া হয়েছে।
এই সাজানো মামলা প্রত্যাহার ও রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। একইসঙ্গে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান সাংবাদিকরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি মানা হবে না উল্লেখ করে সাংবাদিকদের বিরুদ্ধে আমলাতন্ত্রের অপতৎপরতা বন্ধের দাবি জানান তারা। কর্মসূচিতে স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতেই এতোসব পাঁয়তারা চলছে বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। সূত্র: ডিবিসি টিভি