শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২১ মে, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা নিতে না পারায় মানুষের ক্ষোভ

শাহীন খন্দকার: [২] তবে ১২ থেকে ১৪ সপ্তাহ পর নিলেও সমস্যা হবে না, বলছেন বিশেষজ্ঞরা।

[৩] প্রায় ৯৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ লাখ ৩০ হাজার ৭৫১ জন।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, সরকার আগামী এক সপ্তাহের মধ্যে টিকার ব্যবস্থা করতে পারবে। টিকা নিয়ে কোন রকম সমস্যা হবে না।

[৫] বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনা টিকার প্রথম ডোজ নেয়ার নির্ধারিত সময় পরও দ্বিতীয় ডোজের মেসেজ না পাওয়ায় উদ্বেগের কারণ নেই। তবে এমাসের মধ্যেই দ্বিতীয় ডোজের টিকা চলে আসবে। এর মধ্যেই সরকারের পক্ষ থেকে টিকা উৎপাদনকারী কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ও পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, দ্বিতীয় ডোজ টিকার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশাবাদী খুব দ্রুত টিকা চলে আসবে। প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে যারা এসএমএস পাননি তাদের কাছে এস এমএস চলে যাবে।

[৭] রাজধানীর কয়েকটি হাসপাতালের পরিচালকের সাথে কথা বলে জানা যায়, এমআইএস থেকে এসএমএস প্রাপ্তদেরকেই শুধু টিকা দেওয়া হচ্ছে। এসএমএস ছাড়া এলে কাউকে টিকা দেয়া হচ্ছে না।

[৮] দ্বিতীয় ডোজ গ্রহীতারা বলেছেন, করোনা প্রতিরোধে তাদের আত্মবিশ্বাস বেড়েছে কয়েকগুণ। টিকা সংকট দূর করতে সরকারকে জোরালো উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তারা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়