শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৫:১৭ সকাল
আপডেট : ২১ মে, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর আশঙ্কা

শিমুল মাহমুদ: [২] চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে শুরু করেছেন। এ পর্যন্ত সাড়ে ৭শ’ যাত্রী আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন। এদের মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৩] গত বুধবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে নারী, পুরুষ, শিশুসহ ৩৭ জন দেশে ফিরেছেন। আর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই পথ দিয়ে ২১ জন দেশে ফিরেছেন। এসব এলাকার স্থানীয় লোকজন জানান, দেশে ফেরা যাত্রীদের করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট ও আরটিপিসিআর টেস্ট করার কথা থাকলেও তা করা হয়নি। এতে করে ওই এলাকায় করোনা সংক্রমণের আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ।

[৪] চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফেরা ১১ জন বাংলাদেশিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৫] স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর রোবেদ আমীন জানান, ভারত থেকে আসা যাত্রীদের মোট কতজন কোভিড শনাক্ত হয়েছেন এর সঠিক হিসেব নেই। তবে এখন পর্যন্ত মোট ১৪ জনের ভারতীর ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তিনি বলেন, আজও ৪ জন ভারত ফেরত যাত্রীর দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তিনি বলেন, যেকোনও সময় করোনার পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৬] ভারতের এই ডাবল বা ট্রিপল মিউটেন্ট যদি বাংলাদেশে এভাবে ছড়াতে থাকে তবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সামাল দিতে পারবে কিনা, এই প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘এখনই তো সামাল দেওয়া যাচ্ছে না। সেখানে ওটা কী করে সামাল দেবো। আমাদের দেশে যা হবার তা-ই হবে। আমরা কিছু পারিনি, পারবোও না।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়