শিরোনাম
◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা ◈ প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে

প্রকাশিত : ২১ মে, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আভাস

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১১ দিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসলামী জিহাদের (পিআইজে) সঙ্গে যুদ্ধবিরতিতে মত দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার বৈঠকের আগে ইসরায়েল সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

ফিলিস্তিনের গাজায় সংবাদ সংগ্রহে নিয়োজিত বিবিসির প্রতিবেদক রুশদি আবুয়ালোফ বৃহস্পতিবার জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসছে। এরপরই যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতির ঘোষণা আসতে পারে।

বিবিসির এই সাংবাদিক টুইটে লিখেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সংশ্লিষ্ট সূত্রগুলো বিবিসিকে বলেছে, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল তার অবস্থান মিসরকে জানিয়েছে। মিসর সক্রিয়ভাবে এই আলোচনায় সম্পৃক্ত রয়েছে।

পূর্ব জেরুজালেমে আল–আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলছে।

গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার কথা জানিয়ে গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি হয়েছেন, যাদের মধ্যে অর্ধশতাধিক শিশু রয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন।

এই রক্তপাত বন্ধে বিভিন্ন দেশ আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছিল না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা প্রশমনের কথা বলেন। তবে এরপরও নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

এরপর বৃহস্পতিবারই হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, এক বা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতির আশা করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়