শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে ২ জুন, চলবে ১২ থেকে ১৪ কার্যদিবস, ৩ জুন প্রস্তাবিত বাজেট পেশ

মনিরুল ইসলাম : [২] অধিবেশনের কার্য দিবস হবে সংক্ষিপ্ত। জুন মাসব্যাপী অধিবেশন চললেও ১২ থেকে ১৪ কার্যদিবস চলবে বলে জাতীয় সংসদের সিনিয়র সহকারি সচিব ওয়ারেছ হোসেন জানিয়েছেন।

[৩] তিনি জানান, এবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে না। করোনা পরিস্থিতির কারণে বিগত কয়টি অধিবেশনের আগেও কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

[৪] তিনি আরও জানান, আগামি রোবরার জাতীয় সংসদ ভবনে সংসদ পরিচালনার প্রস্তুতি সংত্রুান্ত এক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে স্থির হতে পারে সংবাদ কর্মীরাসহ কারা কারা অংশ নিতে পারবেন।

[৫] এদিকে, এবারও পরীক্ষার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদ সদস্যদের অধিবেশনে অংশ নিতে হবে। রোষ্টার অনুযায়ি সীমিত সংখ্যক সংসদ সদস্য বাজেট অধিবেশনে যোগ দিবেন বলে জানান জাতীয় সংসদের চূফ হুইপ নূর-ই আলাম চৌধুরী।

[৬] তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিধি কড়াকড়ি মানা হবে। স্বাস্থ্য বিধি মেনেই চলবে অধিবেশন।

[৭] বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হবে। ৩ জুন আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট উপস্থাপন করবেন।

[৮] সাবেক আইনমন্ত্রী ও বর্তমান সংসদের সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে। ৩ জুন প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর বাজেট আলোচনা শুরু হবে। সংসদ সদস্য বাজেট আলোচনায় অংশ নিবেন।

[৯] সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন শুরুর পর মাঝে মাঝে বিরতি দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই -তিন দিন চলার পর আবার চার- পাঁচ দিন অধিবেশনে বিরতি দেওয়া হবে। এভাবে কয়েক দফায় বিরতি দিয়ে অধিবেশন চালানো হবে।

[১০] সাধারণত বাজেট অধিবেশন শুরুর পর শুধু শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি ছাড়া প্রতি দিনই টানা অধিবেশন চলতে থাকে। কোনো সময় দুই বেলা অধিবেশন চালানো হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত বছরও বাজেট অধিবেশন কার্যদিবস সংক্ষিপ্ত করা হয়।

[১১] এদিকে, সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, আগামী ২৯ মে থেকে সংসদ সদস্যদের কোভিড টেস্ট করা শুরু হবে। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে পর্যায়ক্রমে সংসদ সদস্যরা কোভিড টেস্ট করা হবে। প্রতি দিনের জন্য তালিকা করে আগের দিন সংসদ সচিবালয় থেকে এমপিদের ফোন করে করোনা টেস্টের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

[১২] অপরদিকে, , স্বাস্থ্যবিধি অনুযায়ী দূরত্ব বজায় রেখে অধিবেশন কক্ষে সদস্যদের বসা নিশ্চিত করা হবে। প্রতি দিন ৭০ থেকে ৮০ জন সংসদ সদস্য যাতে অধিবেশনে উপস্থিত থাকতে পারেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে থেকে তালিকা তৈরি করে সেই অনুযায়ী সংসদ সদস্যদেরকে জানিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়