শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনার বিরুদ্ধে মামলায় নোয়াবের উদ্বেগ, নিঃশর্ত মুক্তি দাবি

বাশার নূরু : [২] সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

[৩] বুধবার নোয়াব সভাপতি এ. কে. আজাদ এবং সহসভাপতি শহীদুল্লাহ খান বাদল স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে এই দাবি জানানো হয়।

[৪] বিবৃতিতে বলা হয়, 'পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা, তাকে পুলিশে সোপর্দ করা, তার বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে নোয়াব।'

[৫] বিবৃতিতে রোজিনা ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করে বলা হয়, 'নোয়াব মনে করে- অনুসন্ধানী ও নির্ভীক সাংবাদিকতার জন্য রোজিনা ইসলাম এখন একটি পরিচিত নাম। এমন একজন পেশাদার সাংবাদিককে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা অকল্পনীয় এবং সভ্যতা ও শালীনতা বিবর্জিত কাজ। নোয়াব এর তীব্র নিন্দা জানাচ্ছে।'

[৬] নোয়াব সাংবাদিকদের স্বার্থরক্ষায় সর্বদা সমর্থন দিয়ে যাবে' উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'মালিক কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের মিলিত বিনিয়োগ ও পরিশ্রমেই সংবাদপত্র প্রকাশিত হয়। রোজিনা ইসলামের প্রতি করা অন্যায় আচরণ পেশা হিসেবে সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতাকেও ক্ষুন্ন করেছে বলে মনে করছে নোয়াব।'

[৭] এতে বলা হয়, 'নোয়াব অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং সচিবালয়ে যারা তাকে হেনস্তা, নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়