শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১১:২৯ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসাইলে একইস্থানে দুটি দুর্ঘটনায় বিজিপি সদস্য নিহত,আহত ৫

আরিফুল ইসলাম: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের একইস্থানে দশমিনিটের ব্যাবধানে দুটি দূর্ঘটনা ঘটেছে।

বুধবার(১৯মে)বিকেল ছ’টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

এতে সেলিম রেজা (২৯) নামের এক বিজিবি সদস্য নিহত এবং আরো ৫ জন আহত হয়েছে। বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ নবীন নিশ্চিত করেছেন।
নিহত সেলিম রেজা পাবনার চাটমোহর এলাকার মোজাহের মোল্লার ছেলে এবং গুরুত্বর আহত কামরুজ্জামান একই এলাকার আবুসাঈদের ছেলে।

ইনচার্জ মোঃ নবীন এবং প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, পাবনা থেকে বিজিপি সদস্য সেলিম রেজা ও মোঃ কামরুজ্জামান নামের দুইজন মোটর সাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। এসময় তারা করাতিপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় পৌছলে পিছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় । এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষনা করেন এবং কামরুজ্জামানকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এঘটনার দশ মিনিট পরই একই স্থানে একটি ব্যাটারি চালিত অটোকে ঢাকাগামী একটি বাস চাপাদিলে অটো উল্টে ধানকাটা শ্রমিকসহ ৪জন আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আন্ডারপাসের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়