শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৫৫,৪৩৬ জন

শাহীন খন্দকার: [২] দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৫ হাজার ৪৩৬ জনের মধ্যে পুরুষ টিকা নিয়েছে ৩৩৪৩৩ আর নারী ২২০০৩ জন। এদের মধ্যে কারো পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা যায়নি। এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯৯১২ জন। এর মধ্যে পুরুষ ৩৬০৮৯৭৯ নারী ২২১০৯৩৩ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৮ লাখ ৭৬,৮৩৬ জনের মধ্যে পুরুষ ২৪ লাখ ৮৭,২০২জন আর নারী ১৩ লাখ ৮৯৬৩৪ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে একহাজার ১ জনের।

[৩] বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মহানগরীতে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ১৫,১৮১ জনের মধ্যে পুরুষ ৯৪৫৩-নারী ৫৭২৮ জন।

[৪] এপর্যন্ত মহানগরীতে প্রথম ডোজ টিকা নিয়েছে ৯২০০০৪ জনের মধ্যে পুরুষ ৫৮৭৮০৪ নারী ৩৩২২০০জন। এদিকে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৭ লাখ ১১২৮৯ জনের মধ্যে পুরুষ ৪ লাখ ৬০,৪৩৯জন আর নারী নিয়েছে ২ লাখ ৫০,৮৫০ জন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। চলতি বছর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়