শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৮:০৮ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজায় টানা ১০মদিনের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, সাংবাদিকসহ নিহত আরও ৪

আসিফুজ্জামান পৃথিল: [২] সারা বিশ্ব থেকে অস্ত্রবিরতির আহ্বানের মধ্যেই বুধবার আরও ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। নিহত সাংবাদিক ইউসুফ আবু হোসেইন গাজাভিত্তিক রেডিও স্টেশন আল আকশা রেডিওতে কাজ করতেন। সিএনএন

[৩] আগের রাতেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ গাজার খান ইউনুস আর রাফা এলাকায় হামলা চালায়। ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে ৫২টি ফাইটার দিয়ে চালানো ২৫ মিনিটের হামলায় হামাসের ‘৪০টি ভূগর্ভস্থ লক্ষ্য’ বিদ্ধস্ত হয়েছে। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে একটি ‘অস্ত্রের ডিপো’ এবং রাফার একটি ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’। রয়টার্স

[৪] একই রাতে গাজা থেকে ইসরায়েল অভিমুখে ৩ হাজার ৭৫০টি রকেট ছোঁড়া হয়। এর ৫৫০টি গাজাতেই পড়ে যায়। ইসরায়েলি বিমান বাহিনী জানায়, গাজায় আরও বিস্তৃত পরিসরে হামলার পরিকল্পনা আছে তাদের।

[৫] ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় ক্ষয়ক্ষতির একটি চিত্র উঠে এসেছে জাতিসংঘের হিসাবে। গাজা উপত্যকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে চার শ ভবন। বিমান হামলা নিয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে লন্ডনভিত্তিক বেসরকারি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলেছে, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, তা যুদ্ধাপরাধের সামিল। যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, তারা সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়িয়ে যাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়