শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৫

তৌহিদুর রহমান : [২] জেলার নাসিরনগর রাস্তার পাশে বিলে হাত পা বাঁধা জবাই করা অটোরিকশা চালক হাবিবুর রহমান (১৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। সে উপজেলার দাঁতমন্ডল গ্রামের মোঃ জুনায়েদ খন্দকার ছেলে।

[৩] এ ঘটনায় হত্যার সাথে জড়িত আসামি জেলার নাসিনগরের নুরপুর গ্রামের মৃত আক্তার হোসেন ছেলে আবুল কালাম (১৯) ও জিলু মিয়ার ছেলে নুরুল আমিন@ রুহুল (২০), ব্রাক্ষণশাসন গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে রাফিউদ্দিন শিবলু(২১), ফেনী জেলার চন্ডিপুর গ্রামের মৃত আহম্মদ চৌধুরী ছেলে আনোয়ার হোসেন শুভ(২৮) ও হবিগঞ্জ জেলার গিলাতলী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে অহিদ আলী @ মংগল (৩৫) কে গ্রেফতার করা হয়।

[৪] জেলা পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ মে তারিখে প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে নিহত হাবিবুর বাড়ী থেকে বের হয়। সন্ধ্যার দিকে গ্রেফতারকৃত আসামী (১) আবুল কালাম(১৯) ও (২) নুরুল আমিন@ রুহুল (২০) ৪০০ টাকায় ভাড়ায় ঘুরেবেড়ানোর কথা বলে ভাড়া করেন। রাত ৯ টার দিকে উপজেলার কুন্ডা বেড়িবাঁধ এলাকায় পৌছার পর হাত পা বেধে হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে জবাই ব্যবহৃত মোবাইল ও অটোরিকশাটি নিয়ে আসামীরা পালিয়ে যায়।

[৫] পরবর্তীতে অটোরিকশাটি হবিগঞ্জের মাধবপুরের গিলাতলী গ্রামের অহিদ আলী @ মংগল (৩৫) এর নিকট ২০ হাজার টাকায় বিক্রয় করে। গোপন সংবাদের ভিওিতে গতকাল মঙ্গলবার হত্যাকান্ডের সাথে জড়িত আসামি আবুলকালাম কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

[৬] তার দেওয়া তথ্য মোতাবেক ধানি জমি হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয় এবং গোকর্ন ইউপিস্থ চৈয়ারকুড়ি বাজারের মোবাইলের দোকান হইতে মোবাইল সেট উদ্ধারসহ দোকানের মালিক রাফিউদ্দিন শিবলু(২১), কর্মচারি আনোয়ার হোসেন শুভ(২৮) ও অপর আসামি নুরুল আমিন @ রুহুল আমিন কে বিজয়নগর থানাধীন তার শ্বশুর বাড়ি থেকে ও আসামি মংগল কে অটোরিকশা সহ মাধবপুর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামিগন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দায় স্বীকার করেছেন।

[৭] নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের নানী বাদী হয়ে গত (১২) মে থানায় হত্যা মামলা দায়ের করেছিল। গ্রেফতার আসামিদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়