শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৫:১১ সকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি হামলায় গাজায় কোভিড পরীক্ষা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় ভেঙে পড়েছে একের পর এক ভবন। গাজায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড টেস্ট সেন্টার। প্রধান পরীক্ষাগারটি প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দেওয়ায় সব কোভিড পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ মে) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর চালানো বোমাবর্ষণ এবং হত্যার পাশাপাশি কোভিড সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াটা নতুন করে বিপদ হিসেবে দেখা দিয়েছে।

সাংবাদিক সামি আবু সালেম বলেন, গাজায় ওষুধের ঘাটটিও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গাজার জনসাধারণের জন্য সহযোগিতা বিশেষ করে চিকিৎসা চাহিদা মেটাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা জরুরি হয়ে পড়েছে।

সেখানকার পৌরসভা জানিয়েছে, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সমুদ্রের পানি সরবরাহ লাইনটি বন্ধ হয়ে গেছে। এতে সংকট চরম আকার ধারণ করেছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলি হামলা এখনও অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ। এছাড়া, ২ শিশুসহ ১২ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়