সুজন কৈরী: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ১টি দেশিয় ওয়ানশুটার গানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারকৃতের নাম মাহিন হোসেন ওরফে হৃদয় ওরফে বিপ্লব (২২)।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজারের ১নম্বর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার হৃদয়কে জিজ্ঞাসাবাদে জানা গেছে, অস্ত্র ব্যবহার করে হৃদয় ও তার সহযোগীরা কারওয়ান বাজার এলাকায় বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীসহ বিভিন্ন পথচারীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে সবকিছু ছিনতাই করতেন। ছিনতাই ছাড়াও হৃদয় চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতির সাথে সমানভাবে সম্পৃক্ত।
কারওয়ান বাজার এলাকায় হৃদয় গ্যাং নামে তার একটি কিশোর গ্যাং রয়েছে। এই গ্যাং সদস্যরাও বেশিরভাগ সময় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু ছিনতাই করে নেয় বলে জানিয়েছেন হৃদয়। তার বিরুদ্ধে রাজধানীর ৩টি থানায় বিভিন্ন ধারায় ১২টি মামলার সন্ধান পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :