শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে পিএইচডি ডিগ্রী চালুর উদ্যোগ: অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, মঙ্গলবার পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ক্লাস রুমে রিসার্চ সাপোর্ট সেলের সাথে আলোচনা সভায় একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ আইআরবি ও লাইব্রেরীকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার কথা বলেন।

[৩] এছাড়াও বিশ্ববিদ্যালয়ে র‌্যাঙ্কিং উন্নতিকরণ ও গবেষণার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় স্বাগত বক্তব্য রাখেন রিসার্চ সাপোর্ট সেলের সভাপতি অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম।

[৪] এদিকে ১৮ মে চলমান কঠোর লকডাউনের মাঝেও আজ বিএসএমএমইউ কনভেশন সেন্টারে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২১৪ জন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং মঙ্গলবার পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪১ হাজার ৪ শত ৩৩ জন। বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৮ মে পর্যন্ত ১ লক্ষ ৪১ হাজার ৮ শত ১৭ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।

[৫] এছাড়া ৯৫ হাজার ৬ শত ১৪ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এই হাসপাতালে। অন্যদিকে করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৬ শত ৯৫ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮ শত ৮৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ১ শত ৬৪ জন। বর্তমানে ভর্তি আছেন ৬৪ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়