সমীরণ রায়: [২] খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্য, স্বপ্ন ও আদর্শ নিয়ে বড় হয়েছেন। শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের মানুষের অধিকার আদায়, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেছেন।
[৩] তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও অগ্রগতিতে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে।
[৪] মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে 'শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নেতৃত্বের চারদশক পূর্তি' উপলক্ষ্যে আওয়ামী লীগ এর তথ্য ও গবেষণা উপ-কমিটি আয়োজিত তথ্যচিত্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
[৫] এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :