শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিইউর অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে তাজুল ইসলাম (৪৩) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার এটিইউ’র এএসপি (মিডিয়া এন্ড আ্যওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, গোপন তথ্যে সোমবার রাতে অভিযান চালিয়ে ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাজুলের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। গ্রেপ্তারকালে তাজুলের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া এন্ড আ্যওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, চলতি বছরের ২৭ জানুয়ারি এন্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়া থানাধীন মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ১ জন সদস্যকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতের কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার তাজুল খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সমর্থন, অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অফলাইন এবং অনলাইন ভিত্তিক উগ্রবাদী প্রচার প্রচারণা করছিলেন। তাজুলকে গত ২৭ জানুয়ারি কচুয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়