শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে স্কুলছাত্রী অপহরণের ১৩ দিনেও উদ্ধার হয়নি

শাহজালাল ভূঞা: [২] ফেনীতে স্কুলছাত্রী অপহরণের ১৩ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণের ঘটনায় থানায় মামলা না নিয়ে নিখোঁজ ডায়েরী করায় স্কুল ছাত্রীর স্বজনরা ছাত্রীটিকে উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনার ১৩ দিন অতিবাহিত হওয়ার পরও স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় স্বজনদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। নিখোঁজ স্কুল ছাত্রী শহরের মহিপাল চাড়িপুর কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

[৩] মামলা সূত্র জানায়, অপহৃত স্কুল ছাত্রী গত ৫ মে সকালে বাড়ির পাশে স্থানীয় মুদি দোকানে মালামাল কিনতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে মো. জাবেদ হোসেনের নেতৃত্বে ৫/৬ জন দূর্বৃত্ত স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

[৪] এঘটনায় স্কুল ছাত্রীর বাবা মো. হানিফ পরদিন ৬ মে ফেনী মডেল থানায় লিখিত একটি এজহার দিলে পুলিশ সেটিকে এজহার হিসেবে না নিয়ে নিখোঁজ হয়েছে মর্মে সাধারণ ডায়েরী হিসেবে গ্রহণ করে।

[৫] ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পুলিশ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে ঘটনার পর থেকে সন্দেহভাজন আসামী মো. জাবেদ হোসেনের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় তার লোকেশন নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।

[৬] এদিকে ঘটনার দীর্ঘ কয়েকদিন অতিবাহিত হওয়ার পরও স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় গত ১১ মে অপহৃত স্কুলছাত্রীর বাবা মো. হানিফ বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা  দায়ের করেছেন।

[৭] অপহৃত স্কুল ছাত্রীর বাবা মামলার বাদি মো. হানিফ জানায়, আসামীরা আমার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ পরবর্তী ধর্ষণ ও খুন করে লাশ গুম করে ফেলার আশংকা করছি। অপহরণের দীর্ঘ ১৩ দিনেও মেয়ে উদ্ধার না হওয়ায় বর্তমানে আমার পরিবারের লোকজন উদ্বেগ উৎকন্ঠায় দিনাতিপাত করছে। আমার মেয়েকে উদ্ধারে প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করছি।

[৮] ফেনী জজ আদালতের আইনজীবী আবদুস সাত্তার জানান, গত ১৭ মে সোমবার আদালতে মামলার শুনানির দিন ধার্য্য থাকলেও বিচারক না বসায় মামলার পরবর্তী কার্যক্রমের বিষয়ে কোন আদেশ হয়নি।

[৯] ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, ‘নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে সন্দেহভাজন অপহরণকারী মো. জাবেদ হোসেনের মুঠোফোন ট্রেকিং করে অবস্থান সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে তার মুঠোফোনের সংযোগটি বন্ধ থাকায় পুলিশ তার অবস্থান নিশ্চিত হতে পারছে না। এছাড়া আদালতে মামলার আদেশের কোন কপি সোমবার রাত পর্যন্ত থানায় না আসায় মামলার বিষয়ে তিনি অবগত নয় বলে জানান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়