শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচে জয় চায় কোচ জেমি ডে

মাহিন সরকার: [২] কাতার বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচকে সামনে রেখে ফের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

[৩] সোমবার ১৭ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেমি ডে বলেন, তাদের ফিটনেসের মান ভালো। আমি মনে করি না ফিটনেস নিয়ে কোনো প্রশ্নের প্রয়োজন আছে। তারা এখন ভালো ক্রীড়াবিদ। তারা নিজেদের দেখাশোনা করে এবং সঠিক খাবার গ্রহণ করে। আমাদের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকেই একটা মানের মধ্যে আছে।

[৪] ১১ মে থেকে অনুশীলন শুরু হয় জামালদের। তখন জেমি ইংল্যান্ড থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকায় যোগ দিতে পারেননি। সোমবার ক্যাম্পে যোগ দিয়েই ফিটনেস নিয়ে প্রকাশ করেন সন্তুষ্টি।

[৫] খেলোয়াড়দের যাচাইয়ের জন্য সকালে ইয়ইয় টেস্ট নেওয়া হয়। তাদের ফিটনেস সঠিক পর্যায়ে আছে। জাতীয় দলে নির্বাচিত হতে হলে এমন ফিটনেস প্রয়োজন। আমরা তাদের মানের মধ্যে পেয়েছি।

[৬] সূচি অনুযায়ী কাতারে ৩ জুন ভারত, ৫ জুন আফগানিস্তান ও ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ৫ ম্যাচ খেলেছে তারা, অর্জন মাত্র ১ পয়েন্ট। ২২/২৩ কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ফুটবল দলের।

[৭] কোচের আশা বাংলাদেশ তিনটি ম্যাচেই জিতবে। যদিও গ্রুপ ই থেকে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ১টিতেও জয় পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। মাত্র ১টি ড্রতে ৫ দলের মধ্যে জামালদের অবস্থান একেবারে তলানিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়