শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচে জয় চায় কোচ জেমি ডে

মাহিন সরকার: [২] কাতার বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচকে সামনে রেখে ফের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

[৩] সোমবার ১৭ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেমি ডে বলেন, তাদের ফিটনেসের মান ভালো। আমি মনে করি না ফিটনেস নিয়ে কোনো প্রশ্নের প্রয়োজন আছে। তারা এখন ভালো ক্রীড়াবিদ। তারা নিজেদের দেখাশোনা করে এবং সঠিক খাবার গ্রহণ করে। আমাদের প্রয়োজন অনুযায়ী প্রত্যেকেই একটা মানের মধ্যে আছে।

[৪] ১১ মে থেকে অনুশীলন শুরু হয় জামালদের। তখন জেমি ইংল্যান্ড থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকায় যোগ দিতে পারেননি। সোমবার ক্যাম্পে যোগ দিয়েই ফিটনেস নিয়ে প্রকাশ করেন সন্তুষ্টি।

[৫] খেলোয়াড়দের যাচাইয়ের জন্য সকালে ইয়ইয় টেস্ট নেওয়া হয়। তাদের ফিটনেস সঠিক পর্যায়ে আছে। জাতীয় দলে নির্বাচিত হতে হলে এমন ফিটনেস প্রয়োজন। আমরা তাদের মানের মধ্যে পেয়েছি।

[৬] সূচি অনুযায়ী কাতারে ৩ জুন ভারত, ৫ জুন আফগানিস্তান ও ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ৫ ম্যাচ খেলেছে তারা, অর্জন মাত্র ১ পয়েন্ট। ২২/২৩ কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ফুটবল দলের।

[৭] কোচের আশা বাংলাদেশ তিনটি ম্যাচেই জিতবে। যদিও গ্রুপ ই থেকে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ১টিতেও জয় পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। মাত্র ১টি ড্রতে ৫ দলের মধ্যে জামালদের অবস্থান একেবারে তলানিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়