মাহামুদুল পরশ: [৩] রোববার আন্তর্জাতিক গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। যদিও ঘটনাটি ২ দশক আগের কিন্তু প্রথম মাইক্রোসফটকে জানানো হয় ২০১৯ সালে। ডাব্লিউজে ,এবি নিউজ
[৪] মাইক্রোসফটের একজন সাবেক নারী প্রযুক্তিবিদ একটি চিঠির মাধ্যমে জানান, বিলের সঙ্গে তার বহুদিনের শারিরিক সম্পর্ক ছিলো। এই তথ্যটি পাওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি তদন্তে যেন কোন পক্ষপাতিত্ব না থাকে সেজন্য মাইক্রোসফটের সঙ্গে সম্পকৃত নয় এমন সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিলো।
[৫] কিন্তু এর কিছুদিন পরই বিল গেটস মাইক্রোসফট থেকে ইস্তফা দেন । ফলে তদন্ত সেখানেই বন্ধ হয়ে যায়। যদিও ইস্তফার পিছনে বিলের বক্তব্য ছিলো সম্পূর্ন ভিন্ন। তিনি বলেছিলেন সামাজিক কাজে বেশি মনোযোগ দেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
[৬] এর আগেও একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই বিষয়টি সামনে এনে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলো। প্রতিবেদনটিতে বলা হয়েছিলো এই তদন্তের জেরেই মাইক্রোসফটের প্রধানের পদটি ছাড়তে বাধ্য হয়েছিলেন বিল। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল