শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে বিজিবির অভিযানে ৬৭ লাখ টাকা মূল্যের স্বর্ণবারসহ চোরাকারবারি আটক

সুজন কৈরী: [২] যশোর সীমান্তবর্তী এলাকা চাঁচড়া বাসস্ট্যান্ডে বেনাপোলগামী যাত্রীবাহী লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৬৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আটক করা হয়েছে স্বর্ণ চোরাকারবারি সুমন মিয়াকে (৩০)।

[৩] বিজিবি বলছে, সোমবার সকালে বিজিবি’র বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চাঁচড়া বাস স্ট্যান্ড, পুলিশ চেকপোস্টের পাশে যশোর থেকে বেনাপোলগামী একটি বাসে যাত্রী হিসেবে বসে থাকা সন্দেহভাজন সুমনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয় বলে সুমন বিজিবি’র জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। উদ্ধার স্বর্ণ এবং আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

[৪] যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, দীর্ঘদিন ধরে হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও করোনাকালীন চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

[৫] এরই ধারাবাহিকতায় বর্তমান কোভিড-১৯ এর পরিস্থিতি মধ্যেও যশোর ব্যাটালিয়ন গত বছর ৪১ কেজি ৭২২ গ্রাম স্বর্ণসহ ১৩ জন এবং চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭ কেজি ৩০৩ গ্রাম স্বর্ণসহ ৫জনকে আটক করেছে। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩২ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়