শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলায় মন্ত্রীসহ তৃণমূলের ৪ নেতাকে গ্রেপ্তারের পর সিবিআই এর বিশেষ আদালতে জামিন

আসিফুজ্জামান পৃথিল: [২] গ্রেপ্তার করা হয়েছে রাজ্যটির মন্ত্রী ও কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে গ্রেপ্তার বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ও। সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সংস্থাটির কলকাতা সদর নিজাম প্যালেসে অ্যারেস্ট মেমোয় সই করানো হয় এই চারজনকে। আনন্দবাজার

[৩] সোমবার সারাদিন শুনানির পর, ৪ জনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিশেষ সিবিআই আদালত। বিচারক অনুপম মুখার্জি ৪ জনেরই জামিন মঞ্জুর করেন। ৫০ হাজার রুপির বন্ডে তাঁদের জামিন দেওয়া হয়েছে। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারে সিবিআই। সোমবার ব্যাঙ্কশাল আদালতে এই শুনানি চলে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়াল শুনানির আয়োজন করা হয়েছিলো।

[৪] সোমবার সকালে কলকাতার সাবেক মেয়র, তৃণমূলের বিধায়ক ওমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল নয়টা নাগাদ তাকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই। বাড়ি থেকে বের হওয়ার সময় ফিরহাদ বলেন, ‘নারদা মামলায় আমাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বিনা নোটিসে আমাকে গ্রেফতার করা হলো। স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেপ্তার করা হয়েছে।’ সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে আনা হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। এনডিটিভি

 

 

[৫] গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। একই সঙ্গে গ্রেফতার শোভন চট্টোপাধ্যায়ও। সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে অ্যারেস্ট মেমোয় সই করানো হয় এই চারজনকে।

[৬] ফিরহাদকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর মমতা ব্যানার্জি যান তার বাড়িতে। সেখান থেকে সোজা চলে আসেন নিজাম প্যালেসে। তিনি বলেন, ওদের সঙ্গে দেখা করতে এসেছিএই গ্রেপ্তারিকে বেআইনি বলে মমতা বলেছেন যত ক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তিনি নিজাম প্যালেস ছাড়ছেন না। অবশ্য জামিনের পর ফিরে যান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়