শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যটন শহর শ্রীমঙ্গলে লোক সমাগম রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

কাওছার ইকবাল: [২] দেশের অন্যতম পর্যটন শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

[৩] ঈদকে কেন্দ্র করে লোক সমাগম ঠেকাতে ও স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন ঈদের ২য় দিন ১৫ মে শনিবার বিকেলে শ্রীমঙ্গল শহর ও বিভিন্ন পর্যটন স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৩ মামলায় মোট ১০ হাজার ৮ শত টাকার অর্থদন্ড প্রদান করা হয়।

[৪] শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন। এসময় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে বিভিন্ন স্পটে অবাধে ঘুরাফেরা করায় এবং অবৈধভাবে চায়ের দোকান ও রেষ্টুরেন্ট খোলা রেখে লোক সমাগম করায় ভ্রাম্যমাণ আদালত মোট ১৩ মামলায় ১০ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করে।

[৫] এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

[৬] এছাড়াও উপজেলা সুরক্ষা এলার্ট টিম এর সদস্যরা স্বাস্থ্যবিধি পালন করে চলাচল করতে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনে যাতে ব্যত্যয় না ঘটে, এজন্য উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়