শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজা থেকে আহতদের নিতে ১০ অ্যাম্বুলেন্স পাঠালো মিশর, ৪০ টন খাদ্যপাঠাবে মরক্কো

জেরিন আহমেদ: [২] ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলায় আহতদের নিতে ১০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিশর। মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।

[৩] রয়টার্স জানিয়েছে, রাফা ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে মিশরের অ্যাম্বুলেন্স। গাজায় প্রবেশের অপেক্ষা রয়েছে আরও তিনটি মিশরীয় অ্যাম্বুলেন্স।

[৪] স্থানীয় সূত্র ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় আহতদের সেবা দিতে মিশরের ৩টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
গত সোমবার থেকে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ৪০ শিশুসহ প্রায় ১৩৯ নিহত হয়েছে। আহত হয়েছে ৯৫০ জন। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ১৩ ফিলিস্তিনি।

[৫] জাতিসংঘ জানিয়েছে, হামলা থেকে বাঁচতে ১০ হাজার ফিলিস্তিনি ঘর-বাড়ি ছেড়েছে।

[৬] ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হানায় প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরও কযেকটি দেশ। সংযুক্ত আরব আমিরাত দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে বাহরাইন।

[৭] এদিকে গত ডিসেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া মরক্কো জানিয়েছে, তারা পশ্চিম তীর ও গাজায় ৪০ টন খাদ্য, ওষুধ ও কম্বল পাঠাবে। সূত্র: পার্সটুডে, আই নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়