শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন সেতুতে পর্যটকদের ভিড়

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন সেতু কেন্দ্রিক পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে করোনাভাইরাস প্রাদুর্ভাব কালীন চলমান লকডাউনে পার্ক পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পরিবার-পরিজন সাথে নিয়ে নদীর উপর বিভিন্ন সেতুতে ভিড় জমাচ্ছেন।

[৩] সরেজমিনে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা সেতুতে গিয়ে দেখা গেছে পর্যটকদের ভিড়। এদের মধ্যে বেশির ভাগ যুবক,শিশু এবং নারী। তবে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। বেশিরভাগ লোক মাক্স পড়ছেন না।

[৪] মাওনা থেকে আসা পর্যটক মামুন বলেন, লকডাউন এর পরে কোথাও পাওয়া যায় না তাই সুযোগ পেয়ে পরিবার-পরিজন নিয়ে নদীর উপর ব্রীজে বেড়াতে এসেছি। শিশু পর্যটক তাহিয়া জায়ান সারা জানান দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে ঘর বন্দী হয়ে থাকা আর ভালো লাগেনা তাই বাবার সাথে ঘুরতে এসেছি।

[৫] নান্দিয়া সাঙ্গুন এলাকার ত্রিমোহনী ব্রিজে এসে দেখা যায় পর্যটকদের উপচেপড়া ভিড়। কাওরাইদ গোলাঘাট এলাকার আশিক বিন ইদ্রিস বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় সেতুতে এসে মুক্ত বাতাস উপভোগ করছি। শেষ বিকেলে হালকা বৃষ্টি আসলে ও পর্যটকদের ভিড় কোনভাবে কমছে না।

[৬] বৈরী আবহাওয়ার মাঝেও ঘুরতে আসা পর্যটকরা সেতুর ওপর পসরা সাজিয়ে রাখা দোকানের কাছ থেকে বিভিন্ন জিনিস ক্রয় করছেন, ফুচকা খাচ্ছেন এবং নদীর মধ্যে নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

[৭] ঢাকা থেকে গ্রামে আসা ফারজানা ইয়াসমিন জানান, লকডাউন উপেক্ষা করে নাড়ির টানে গ্রামে এসেছি। ঈদের আনন্দের ভাগ করতে বাচ্চাদেরকে নিয়ে নদীতে বেড়াতে এসেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়