শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপরাধী ছেলেকেও ধরলেন. আবার তার বৃদ্ধা মার পাশেও দাঁড়ালেন পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : [২] মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন শামীম। আরও একবার মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন তিনি।

[৩] সপ্তাহখানেক আগে একজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছিলেন এএসপি শামীম। এবার ঈদের আগের রাতে (চাঁদ রাত) সেই মাদক চোরাকারবারির দুই দিনের উপোস থাকা বিধবা মায়ের কাছে ব্যাগভর্তি মাছ, মাংস, সেমাই, চিনি এবং পোলাওর চাল নিয়ে হাজির হয়েছেন।

[৪] গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে রাঙ্গুনিয়ার রাইখালি গ্রামে ওই বৃদ্ধার বাসায় যান এএসপি শামীম।

[৫] কয়েকদিন আগে ৫০ লিটার মদসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারান্তরীণ হোন মাদক চোরাকারবারি রিয়াদ হোসেন। সন্তান কারাগারে থাকায় বিপাকে পড়েন তার মা। বিষয়টি জানতে পেরে গভীর রাতে সার্কেল এএসপি শামীমসহ ৮/১০ জন পুলিশ তাদের বাড়িতে হাজির হন। রিয়াদের বৃদ্ধা মা মঞ্জু বেগম প্রথমে দরজা খুলতে ইতস্তত করলেও পরে পুলিশ সদস্যদের সবার হাতে বাজারের ব্যাগ দেখে আশ্চর্য হয়ে যান। আড়াই কেজিরও বেশি ওজনের রুই মাছ, মুরগিসহ অন্যান্য খাদ্যসামগ্রীতে ভরা ব্যাগ তার হাতে হস্তান্তর করে ফিরে যায় পুলিশ। তার আগে অসহায় মঞ্জু বেগমকে সান্ত¡না দিয়ে তার সাথে কিছুক্ষণ কথাও বলেন এএসপি।

[৬] খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার রিয়াদ রায়খালি গ্রামের মৃত শামসুল আলমের ছেলে। ৯ মাস আগে হঠাৎ বাবার মৃত্যুর পর থেকে বিধবা মা মঞ্জু বেগমকে নিয়ে রিয়াদ রায়খালির একটি জরাজীর্ণ বাসায় ভাড়া থাকেন। পেশায় রিকশাচালক রিয়াদের আয়েই টেনেটুনে চলতো মা ছেলের দিন।

[৭] কিন্তু গত ৫ মে মদসহ রিয়াদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় বিপাকে পড়েন বৃদ্ধা মঞ্জু। অনাহারে অর্ধাহারে কাটতে থাকে তার দিন। বেশ কয়েকদিন ধরে তিনি রোজা রেখেছেন প্রায় সেহেরি ইফতার ছাড়াই। দিনের পর দিন উপোস করার প্রভাব শরীরের ওপরও পড়ে। এছাড়া দিতে পারেননি কয়েক মাসের ঘর ভাড়াও। এমন অবস্থায় ঈদ উৎসবের কথা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি বৃদ্ধা মঞ্জু। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন এএসপি আনোয়ার হোসেন।

[৮] আনোয়ার হোসেন শামীম বলেন, গত কয়েকদিন ধরেই আমরা আমাদের বেতন ও ঈদ বোনাসের টাকা থেকে সমাজের অভাবি মানুষদের ঈদের বাজারের ব্যবস্থা করে দিচ্ছি। এর ধারাবাহিকতায় চাঁদ রাতে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ঘুরেঘুরে প্রকৃত অভাবি ও নিঃস্ব মানুষদের হাতে ঈদ বাজার তুলে দিয়েছি।

[৯] মঞ্জু বেগমের বিষয়ে তিনি বলেন, তাঁর অবস্থা শুনে খারাপ লেগেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তার পাশে থাকবে পুলিশ।

[১০] কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা মঞ্জু বলেন, আমি ঈদের দিন যে কিছু রান্না করে খাব, সেই চিন্তাও করিনি। তবে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সূত্র: ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়