শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু নতুন শনাক্ত ৮৪৮ জন

শাহীন খন্দকার: [২] এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ১০২ জনের। এর আগের দিন বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু ,সনাক্ত ১ হাজার ২৯০ জন। সেই তুলনায় শুক্রবার মৃত্যু ও শনাক্তের হার কমেছে। একই সময় দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৮৪৮ জন আর মৃত্যু হয়েছে ২৬ জনের।

[৩] শুক্রবার পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন, আর ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৮৫২জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৬৭জনের নমুনা সংগ্রহ করা হয়,আর পরীক্ষা করা হয়েছে ৭৮৩৫ জনের। এপর্যন্ত নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৮২ শতাংশ।

[৫] ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে ৫ জন মারাগেছেন। এদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন ৩১-৪০ এর মধ্যে ১ জন।

[৬] এছাড়া সারাদেশে এপর্যন্ত পুরুষ মারাগেছে ৮,৭৬২ জন আর নারী ৩,৩৪০ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৬,৯০৯ চট্টগ্রামে ২,২৫৬ রাজশাহীতে ৬৩৮ খুলনা ৭৩১ বরিশালে ৩৬৭ সিলেটে ৪২৪ রংপুরে ৪৪৪ ময়মনসিংহে ২৪৮ জন মারগেছেন।

[৭] এপর্যন্ত সারাদেশে দ্বিতীয় ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৩৬৫১১৫৩ জন, প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৫৮,১৯৯১২ জন। এছাড়া ৬ মে পর্যন্ত সারা দেশে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে ৭২,৪৮৮২৯ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়