শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৭:০৬ সকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছেগা? " নোবেলের এ কেমন স্ট্যাটাস!!!

ডেস্ক রিপোর্ট : ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পাওয়া বাংলাদেশি শিল্পী মাঈনুল ইসলাম নোবেল জেমসকে কটাক্ষ করে তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে একটি পোস্ট দেন। শুধু তাই না, গীতিকার ও সুরকার ইথুন বাবুকে নিয়েও একটি আপত্তিকর স্ট্যাটাস লিখেন তিনি।

এই সিলিব্রেটি বিতর্কে থাকতেই যেন পছন্দ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি।

সম্প্রতি এক বৃদ্ধকে বাঁচাতে দুর্ঘটনায় মাথায় ও মুখে ৩০ টি সেলাই পড়েছে তার এমন ঘটনা ফেসবুকে জানান তিনি যদিও বৃদ্ধকে বাঁচানোর কাহিনীটি বানোয়াট দাবি করেন অনেকে।

সেই বিতর্কের অবসানের পর কিছুদিন চুপ থাকলেও ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন নোবেল।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই ঘণ্টায় দশটিরও বেশি স্ট্যাটাস দিয়েছেন নোবেল যার বেশিরভাগই ছিলো বাংলা সঙ্গীতাঙ্গনের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘নগরবাউল’ জেমসকে নিয়ে।
জেমসকে নিয়ে একটি স্ট্যাটাসে নোবেল লিখেন, ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছেগা?

আরেকটি স্ট্যাটাসে নাম উল্লেখ না করে জেমসকে ইঙ্গিত করে বলেন, সারা জীবন মার্জুকের, প্রিন্সের, রেন্ডিয়ার প্রিতমের গান গায়া হিট হইছো! নিজে কি ছিড়ছো?

অন্য একটি স্ট্যাটাসে তার ফেসবুক ফলোয়ারদের প্রশ্ন করেন, তোদের সো কল্ড লেজেন্ড জেমসের কয়ডা গান রিলিজ হইসে গত কয়েক বছরে? ঝিমায় গেছে নাকি? লুল!

নোবেলের এমন লেখা দেখে বিস্মিত নেটিজেন। তার লেখা এসকল অবজ্ঞাপূর্ণ স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সংগীতপ্রেমীরা ক্ষুব্ধ; নোবেলকে বয়কটের দাবি জানিয়েছেন তাদের অনেকেই। অনেকের মতে, তরুণ এই শিল্পী মানসিক সমস্যায় ভুগছেন।

তবে কেউ কেউ অবশ্য বলছেন, নোবেলের ফেসবুক পেজ হ্যাক হয়ে থাকতে পারে।

সাখাওয়াত হোসেন নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, একটা নোবেল যেকোন সময়ে তৈরি করা যায়। একটা জেমস তৈরি করা অসম্ভব।

সাদনান শরীফ নামে অন্য একজন লিখেছেন, নোবেলের উদ্দেশ্য তিনি সবসময় শিরোনাম হয়ে থাকবেন।হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ যেভাবে হোক না কেনো, তার মোটকথা শিরোনামে থাকতেই হবে।’

গাজি মোহাম্মদউল্লাহ ফরহাদ লিখেছেন, ‘মানবিক দৃষ্টি আকর্ষণ ,ভাইটিকে (নোবেল) কেউ টাকা দিয়ে সাহায্য করে উন্নত মানসিক হসপিটালে ভর্তি করার সুযোগ করে দিন।’

জেমসকে নিয়ে আপত্তিজনক নোবেলের সব স্ট্যাটাসে এমন সব নেটিজেন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নোবেলের পেজ থেকে কেন এমন সব পোস্ট দেওয়া হচ্ছে বা পেজটি হ্যাক হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নোবেলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়