শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১০:৩৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতি দরিদ্রদের ঘরে ঘরে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন গোয়ালন্দের ইউএনও

কামাল হোসেন: গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে বৃহস্পতিবার ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুন।

বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় বিতরনকালে উপস্হিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ।
ঈদের দিন পরিবারের সদস্যদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে অক্ষম পরিবারের সদস্যরা সরকারী ৩৩৩ নাম্বারে যোগাযোগ করলে ইউএনও সশরীরে ওই পরিবারগুলোর মাঝে এ উপহারগুলো পৌঁছে দেন।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ভাতের চাল,সেমাই,চিনি,গুড়ো দুধ,ডাল ও তেল।বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রকম ২ শতাধিক পরিবারের মধ্যে তিনি এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।এতে করে আনন্দে উচ্ছ্বসিত হন হতদরিদ্র পরিবারগুলো। নবাগত ইউএনও'র এ উদ্যোগ প্রশংসা লাভ করেছে উপজেলার সর্বমহলে।

এ প্রসঙ্গে ইউএনও আজিজুল হক খান মামুন বলেন,ঈদ মানে আনন্দ। সবাইকে নিয়ে এ আনন্দ ভাগাভাগি করে নিতে পারলেই এর স্বার্থকতা পাওয়া যাবে।ঈদের আগে অসহায় দরিদ্র পরিবারগুলোর মুখে একটু হাসি ফোটাতে জরুরি ভিত্তিতে আমি কিছু উপহার সামগ্রী পৌঁছে দেই।আজ রাত অবধি এ কর্মসূচি চলমান থাকবে। আমি সমাজের সামর্থ্যবানদেরকে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়