শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ৩১ জুয়াড়ি আটক

সুজন কৈরী : রাজধানীর সূত্রাপুর, কদমতলী, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩১ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১০।

ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার ও ঢাকা জেলার কেরানীগঞ্জের ছাদগাঁওয়ের জনি টাওয়ার এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় মোট ১৭ জনকে আটক করে র‌্যাব-১০ এর একটি দল। আটককৃতদের নাম বাবুল সাহা (৪৩), সাইফুল ইসলাম (৩৮), আনোয়ার হোসেন (৩৮), শিপন (২৭), মানিক (৩৮), মাসুম হাওলাদার (২৮), মেহেদী হাসান মোল্লা (৩০), মিজানুর রহমান (২৮), শাহিন (২৬), মিন্টু (২৯), সুমন (২৮), জাকির হোসেন (২৮), ওবায়দুল হক (৪২), আব্দুল আলীম (২২), শরিফুল (২২), আজাহার হোসেন (৪০) ও তানভীর (২১)। এ সময় তাদের কিাছ থেকে খোলা অবস্থায় ২০৮পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৪টি মোবাইল ফোনসেট ও নগদ ১১ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার র‌্যাব-১০ এর একই দল দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় অপর একটি অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে। আটকদের নাম দেলয়ার হোসেন (৪৮), দারজ আলী (৫২), পেয়ার আলী (২৪) ও আলীনুর হোসাইন (২৪)। তাদের কাছ থেকে খোলা অবস্থায় ১০৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ সদরের এস এম মালেহ রোডের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করে। আটকরা হলেন- আলম হোসেন (৫৫), খোকন মিয়া (৩৭), আজগর আলী (৩৬), রহমত উল্লাহ (৪২), সুমন মিয়া (২৪) ও আনু মিয়া (৩৯)। তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৫২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৬টি মোবাইল ফোনসেট ও নগদ ৩২৭ টাকা উদ্ধার করা হয়েছে

এছাড়া বুধবার রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর নতুন কদমতলী (পলি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জনকে আটক করে। তারা হলেন- আলম (৩৬), ফরহাদ হোসেন (৩৪), বিল্লাল (২৫) ও শফিকুল ইসলাম (৫০)। তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৫২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৫টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

আটকদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব-১০ জানিয়েছে, আটকরা পেশাদার জুয়াড়ি। বেশ কিছুদিন ধরে একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়