শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আহত ২৮

তপু সরকার হারুন : [২] শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২৮ জন আহত হয়েছেন বলে জানাযায়। এবংঅনেক গুলি গবাধিপশু কে কামড়িয়ে আহত করেছে বেওয়ারিশ কুকুর।

[৩] ১৩ মে বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মোবারকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

[৪] তবে সরকারী ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে রোগীদের। ঘটনার পর থেকেই এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

[৫] শেরপুর শহরের মোবারকপুর মহল্লায় ৮/১০টি কুকুর মানুষের শরীরের বিভিন্নস্থানে কামড়াচ্ছে। যেখানে মানুষ দেখছে, সেখানেই ছুটে যাচ্ছে কুকুরগুলো। শুধু মানুষ নয়, গৃহপালিত পশুগুলোকেও কামড়াচ্ছে এসব কুকুর। বেওয়ারিশ কুকুরগুলোকে ধরতে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।

[৬] এদিকে ঈদের ছুটির জন্য হাসপাতালের স্টোর বন্ধ থাকায় মিলছে না বিনামূল্যের ভ্যাকসিন। তাই আহতদের জন্য হাসপাতালের বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে। প্রতিটি ভ্যাকসিনের দাম নিচ্ছে ১৮শ থেকে ২ হাজার টাকা করে। এতে চরম বিপাকে পড়েছেন আহতরা। তাই অনেকেই টাকার অভাবে ভ্যাকসিন না নিয়ে চলে গেছে বাড়িতে।

[৭] স্থানীয় বাসিন্দা মায়নউদ্দিন বলেন, আমার মাকে আজ সকালে কুকুর কামড়িয়েছে। তাকে হাসপাতালে নিয়ে এখনও ভ্যাকসিন পাইনি। এখানে বলা হচ্ছে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হবে। কুকুরের কামড়ে আহত হাসমত আলী বলেন, আমরা খুব আতঙ্কে আছি ওই পাগলা কুকুরের জন্য। আমি গরিব মানুষ, আমার তো টেহ্ওা নাই। আমি ভ্যাকসিন কিনমু ক্যামনে।

[৮] এ ব্যাপারে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবির সুমন বলেন,১৩ মে বৃহস্প্রতিবার হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া আর সবকিছু বন্ধ। কুকুরের ভ্যাকসিন রাখা স্টোরও বন্ধ। ঈদের পর হাসপাতাল খুললে আমরা বিনামূল্যের ভ্যাকসিন দিতে পারবো। আপাতত প্রথম ডোজের ভ্যাকসিনটা বাইরে থেকেই নিতে হচ্ছে।

[৯] এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, আমরা জলাতঙ্ক রোগ নিরোধের জন্য প্রতি বছর বেওয়ারিশ কুকুর নিধন করতাম। এতে কুকুরের কামড় থেকে মানুষ রক্ষা পেতো। কিন্তু ৩ বছর আগে উচ্ছ আদালতে পশু ক্লেশ নিরোধ কমিটি পশু নিধন বন্ধের জন্য রিট করায় উচ্চ আদালত এর ওপর নিষেধাজ্ঞা দেন। তাই কুকুর নিধন করা যাচ্ছে না। আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে কুকুর নিধন করতে পারবো।

[১০] উল্লেখ্য, কিছুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে কুকুরে কামড়িয়ে আহত করায় সাধারণ মানুষের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়