শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৯:৪৫ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পরিসংখ্যান দিয়ে ভারতীয় গণমাধ্যম প্রমাণ করল, বাবর নয় সেরা তামিম

রাহুল রাজ : [২]বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান কে? এই প্রশ্নের জবাবে কেউ বলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কথা আবার কেউ বলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কথা। গেল মাসে ওয়ানডেতেও পাকিস্তান অধিনায়ক কোহলির কাছ থেকে ওয়ানডেতে সিংহাসন দখল করেছেন। কিন্তু এই বাবর আজমের সাথে তুলনা করে এবার টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিং পরিসংখ্যান তুলে করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস৷ যেখানে তারা পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে দিয়েছে বাবর আজম শেষ দশ ইনিংসে অনেক পিছিয়ে আছেন তামিমের থেকেও।

[৩]ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক হলেও বাবর আজমের সাম্প্রতিক টেস্ট পারফর্ম্যান্স আহামরি কিছু নয়। ক্যাপ্টেন হিসেবে যে চারটি টেস্টে মাঠে নেমেছেন বাবর, ব্যাট হাতে তিনি সংগ্রহ করেছেন ১টি মাত্র হাফ-সেঞ্চুরি। দল ভালো খেলায় চাপা পড়ে যায় বাবরের ব্যর্থতা।

[৪]অন্যদিকে, বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল টেস্টে তুলনায় অনেক ধারাবাহিক। সাম্প্রতিক পারফর্ম্যান্সের ভিত্তিতে বাবর আজমের থেকে অনেক এগিয়ে তিনি। যদিও এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটমহলের আলোচনায় বাবর। তামিম রয়েছেন স্পটলাইটের আড়ালে। বাংলাদেশের দলগত পারফর্ম্যান্স চমকপ্রদ না হওয়ায় কোথাও একটা ঢাকা পড়ে যায় তামিমের কৃতিত্ব।

[৫]বাবর ও তামিমের সাম্প্রতিক টেস্ট পারফর্ম্যান্স পাশাপাশি রাখলেই বোঝো যাবে ছবিটা।

[৬]বাবরের শেষ ১০টি টেস্ট ইনিংস:- ৫, ৪৭, ১১, অপরাজিত ৬৩, ৭, ৩০, ৭৭, ৮, ০, ২। মোট-২৫০, হাফ-সেঞ্চুরি ২টি।

[৮]তামিমের শেষ ১০টি টেস্ট ইনিংস:- ৩৪, ৪১, ৯, ০, ৪৪, ৫০, ৯০, অপরাজিত ৭৪, ৯২, ২৪। মোট- ৪৫৮। হাফ-সেঞ্চুরি ৪টি।

[৯]এমনটা নয় যে, শেষ ১০টি করে ইনিংসে তামিম ওয়ানডে ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও খুব একটা পিছিয়ে রয়েছেন বাবরের থেকে। পাক তারকা শেষ ১০টি ওয়ানডে ইনিংসে সংগ্রহ করেছেন সাকুল্যে ৭৩৬ রান। তামিমের সংগ্রহ সেখানে ৫৬২। টি-২০’র শেষ ১০টি ইনিংসে বাবরের খাতায় রয়েছে ৩৫৪ রান। তামিম সংগ্রহ করেন ২৭৩।

[১০]জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধে শেষ ২টি টেস্টে বাবরের সংগ্রহ যেখানে মাত্র ২ রান, সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ২টি টেস্টে তামিম করেছেন ৩টি হাফসেঞ্চুরি-সহ ২৮০ রান। যদিও তার পরেও তামিমের নাম বিবেচিত হয়নি আইসিসির এপ্রিলের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য। উল্লেখ্য, বাবরের টেস্ট র‌্যাঙ্কিং এই মুহূর্তে ৯। তামিম রয়েছেন ২৭ নম্বরে।
সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়