শিরোনাম
◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ◈ বর্ণিল আয়োজনে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন হ‌লো ◈ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত ◈ ‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’ ◈ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ◈ এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে: সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল (ভিডিও) ◈ শেখ হাসিনাকে কোন অভিযোগে কী সাজা দেওয়া হয়েছে ◈ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এপিএম টার্মিনালসের ঐতিহাসিক পিপিপি চুক্তি ◈ খুনি হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন সারজিস ◈ ইউ‌রো‌পের মা‌ঠে ফিলিস্তিন ফুটবল দ‌লের বিশেষ বার্তা

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাওয়া ভবনের কুশীলবরা দেশ ও দেশের বাইরে অপরাজনীতিতে ব্যস্ত: আ ফ ম বাহাউদ্দিন নাছিম

সমীরণ রায়: [২] বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সেই অপশক্তি একাত্তরে পরাজিত হয়েছিল। এরাই পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করেছিল, ২০০৪ সালে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ওই জঙ্গিবাদী শক্তি, বিএনপি-জামায়াত এখনো অপরাজনীতি ধারণ করে। তারা ধর্মভিত্তিক বাংলাদেশ বানাতে চায়। জঙ্গিবাদি শক্তির উত্থান চায়।

[৩] তিনি বলেন, এই অপরাজনীতিবিদদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করবে। আমরা হানাহানির রাজনীতিতে বিশ্বাস করি না। বিশ্বাস করি উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে। এক সময় বাংলাদেশকে বিদেশিদের মুখাপেক্ষী হতে হতো, তাদের দ্বারে ধর্ণা দিতে হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের পায়ে দাড়াতে সক্ষম হয়েছি।

[৪] বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। তিনি অস্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, উন্নত সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ চান। শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়াও। আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশব্যাপী মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা যতদিন থাকবে ততদিন করোনায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে থাকবো। এটা রাজনৈতিক প্রধান দায়িত্ব।

[৫] বুধবার ঢাকা এয়ারপোর্টস্থ কাওলা সিভিল এভিয়েশন স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়