শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১২ মে, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ জন উপস্থাপক নিয়ে আনজাম মাসুদের ‘আমি কথা বলতে চাই’

ইমরুল শাহেদ: প্রথম সারির এতো জন উপস্থাপককে নিয়ে প্রতিযোগিতামূলক আড্ডার এই অনুষ্ঠানটি উপভোগ্য হবে বলে জানিয়েছেন আনজাম মাসুদ। প্রচারিত হবে এটিএন বাংলায়। তিনি বলেন, বাংলাদেশে সম্ভবত এই প্রথম এতো জন উপস্থাপককে একসঙ্গে নিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে। তিনি জানান, এখানে শুধু এটিএন বাংলার উপস্থাপকরাই অংশগ্রহণ করেননি, বিভিন্ন চ্যানেলের উপস্থাপকরাও রয়েছেন এই অনুষ্ঠানে। উপস্থাপকরা হলো অনুষ্ঠানের প্রাণ।

তারাই অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন। হাসি-তামাশা-নানা রসিকতা দিয়ে তারা দর্শককে অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট করে রাখেন। তারা যখন একত্রিত হয়ে আড্ডা জমাবেন তখন সে অনুষ্ঠান এমনিতেই উপভোগ্য হয়ে উঠার কথা। আনজাম মাসুদ জানান, অনুষ্ঠানটি ভার্চুয়ালি ধারণ করা হয়নি। এক প্রশ্নের জবাবে আনজাম মাসুদ বলেন, ‘আমি বিটিভিতে কাজ করি না বিগত প্রায় দুই থেকে আড়াই বছর।’ কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের জন্ম বিটিভি থেকেই। তখন একটি মাত্র চ্যানেল ছিল। এখনতো সেই পরিস্থিতি নেই। এছাড়া এটাই আমার পেশা।

বিটিভিতে অনুষ্ঠান করে যে সম্মানী পাওয়া যায় সেটা আসলে আমার শ্রমের মূল্য হয় না। সেখানে প্যাকেজে কাজ করেও লাভবান হওয়া যায় না। আগে যেমন একটি সিনেমা বানালে ৬০/৭০ লাখ টাকা লাভ হতো। এখন কি সেই পরিস্থিতি আছে?’ তিনি বলেন, ‘বিটিভিতে কাজ করা একটা জটিলতা। এসব জটিলতায় না গিয়ে আমি নিজে থেকেই কাজ করি না।’ সেই জটিলতা প্রশাসনিক কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রশাসনিক বলা যায়, আবার বলাও যায় না। তবে শিল্পী পারিশ্রমিক নিয়ে একটা কাঠামো আছে। সে কাঠামোর বাইরে যাওয়ার কোনো উপায় নেই।

আমি করি গ্লামার নির্ভর অনুষ্ঠান। সেখানে যদি মনের মতো শিল্পী আনতে না পারি তাহলে তো অনুষ্ঠান জমাতে পারব না। আমি একজন অভিনেতা-অভিনেত্রী বা সংগীত শিল্পীকে যথাযথ সম্মানী দিতে পারবে তাহলে অনুষ্ঠান করা কিভাবে সম্ভব। আমি ৫০ থেকে ৬০ জন শিল্পীকে নিয়ে কাজ করি। যতদিন বিটিভিতে কাজ করেছি, ততদিন ব্যক্তিগত যোগাযোগের কারণে করতে পেরেছি। সব সময় সেটা কি করা যায়?’ তিনি বলেন, ‘আমি মনে শিল্পীদের সম্মানী বাড়ানো উচিত বিটিভির। ষ্টাফদের বেতন বাড়ছে, সব কিছুই হচ্ছে, তাহলে শিল্পীদের সম্মানী বাড়বে না কেন?’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়