শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলায় ওআইসির জরুরি বৈঠক, বাংলাদেশের নিন্দা

নিউজ ডেস্ক: জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর্যুপরি হামলার ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি মঙ্গলবার (১১ মে) এক জরুরি বৈঠক আহবান করে। বৈঠকে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আল-আকসা মসজিদে ও গাজা উপত্যাকায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। এছাড়া জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফিলিস্তিন পরিবারকে তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ করারও তীব্র নিন্দা জানান।

রাষ্ট্রদূত বলেন, আমরা মনে করি ফিলিস্তিনিদের তাঁদের জমি ও বাড়িঘর থেকে উচ্ছেদ ও নির্মূল করা ইসরায়েলি দখলদার বাহিনীর একটি নিয়মিত প্রচেষ্টা হয়ে দাঁড়িয়েছে। পবিত্র আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনের অন্যান্য অংশে ইসরায়েলি বাহিনী কর্তৃক এ জাতীয় নির্মম হামলা ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করছে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আমরা দেখছি অনেক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানাচ্ছে, তবে আমরা মনে করি দখলদার ইসরায়েলি বাহিনীকে এ ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য এটাই যথেষ্ট নয়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এবং অদূর ভবিষ্যতে ইসরায়েলকে এ জাতীয় হামলা, নৃশংসতা ও উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত রাখতে বাস্তবভিত্তিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। আমরা ওআইসিকে এ বিষয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের প্রচেষ্টা দিগুণ করার আহবান জানাই।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ফিলিস্তিনিদের সঙ্গে সবসময়ই একাত্মতা প্রকাশ করে এবং তাঁদের ভূমিতে তাঁদের ন্যায্য অধিকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরায় প্রকাশ করছি। বাংলাদেশ জাতিসংঘে গৃহীত প্রস্তাবসমূহ আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টেট রোড ম্যাপের আলোকে ফিলিস্তিন সমস্যার সমাধান প্রক্রিয়াকে সমর্থন করে।

সভায় ফিলিস্তিন, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, জিবুতি, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, ইরাক, মরক্কোসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। স্থায়ী প্রতিনিধিরা পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর এ হামলার তীব্র নিন্দা করেন এবং তা অবিলম্বে বন্ধের আহবান জানান।

পরবর্তীতে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়। নাইজারের স্থায়ী প্রতিনিধি এ সভায় সভাপতিত্ব করেন। এর আগে বাংলাদেশ সরকার সোমবার (১০ মে) ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়