শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে ভুলে এক নারীকে ৬ ডোজ করোনার টিকা দিলেন নার্স

জেরিন আহমেদ :  [২] হাসপাতালের এক কর্মীর দায়িত্বজ্ঞানহীনতার ফলে ইতালির ২৩ বছরের ওই তরুণীকে এমনই অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। এখন পর্যন্ত তিনি ভালো থাকলেও, শঙ্কা মুক্ত বলে জানা গেছে।

[৩] সিবিসি নিউজ জানিয়েছে, কোনো ধরনের বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ২৩ বছর বয়সী ওই নারী হাসপাতাল থেকে সোমবার বাড়ি গেছেন। গত রোববার সকালে টাসকানি এলাকার নোয়া হাসপাতালে এই ঘটনা ঘটে। ভুল বুঝতে পেরে ওই নারীকে জরুরি বিভাগে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়।

[৪] চিকিৎসকেরা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে তাকে প্রচুর তরল পদার্থ, জ্বরের ওষুধ এবং প্রদাহরোধী প্রতিষেধক দেয়া হয়।

[৫] যেভাবে হল এমন ভুল: প্রতিটি ভায়ালে সাধারণত ছয় ডোজ টিকা থাকে। এগুলো পৃথক করে আলাদা-আলাদা ভায়ালে নেয়া হয়। ওই নার্স ভুল করে ডোজগুলো একটি শিশিতে মিশিয়ে ফেলেন!

[৬] শিশিগুলোর ভেতরে ফাইজারের টিকা আছে কি না, সেটি খালি চোখে বুঝতে কিছুটা সময় লাগে। সব শিশিই দূর থেকে স্বচ্ছ মনে হয়। ওই নার্স ভেবেছিলেন শিশিগুলো ব্যবহার করা হয়েছে। তাই ছয়টি ডোজের আলাদা-আলাদা শিশিতে সিরিঞ্জ দিয়ে লিকুইড বের করে একটিতে ভরে ফেলেন। পরে ভুলে সেই শিশি থেকেই টিকা প্রত্যাশী ওই নারীকে পুশ করেন।

[৭] ফাইজারের টিকা ট্রায়ালে সর্বোচ্চ পাঁচ ডোজ নেয়ার নজির আছে। সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তবে এই ভুলের কারণে ওই নারীর দীর্ঘমেয়াদি কোনো সমস্যা হবে কি না, সেটি নিয়ে শঙ্কা কাটেনি। ইসরায়েল এবং জার্মানিতেও একই ধরনের ভুল হয়েছিল। দেশ দুটিতে ভুল করে একজনকে পাঁচ ডোজ টিকা দেয়া হয়। তাদের এখনো কোনো সমস্যা দেখা দেয়নি। সূত্র: টুডে নিউজ, সিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়