শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে করোনায় মৃত্যুবরণকারী ১৯ পরিবারকে সহায়তা

সৌরভ ঘোষ: [২] জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ১৯ জনের পরিবারকে সহায়তা করেছে জেলা প্রশাসন। প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকার করে চেক প্রদান করা হয়েছে।

[৩] জেলা প্রশাসকের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য জানান।

[৪] জেলা প্রশাসক জানান, জেলায় এ পর্যন্ত ১১শ ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন।

[৫] জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হাফিজুর রহমান, সহকারী সিভিল সার্জন ডা: বোরহান, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, তথ্য কর্মকর্তা খন্দকার নুরুন্নবী সরকারসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

[৫] জেলা প্রশাসক জানান, প্রথম ধাপে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন থেকে মাস্ক পড়া নিশ্চিত, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করনের লক্ষ্যে মোবাইল কোর্টের ৮শ ৯৪টি মামলায় মোট ১১ লাখ ৭৫ হাজার ৭শ ৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৩শ ৭০টি মামলায় ২ লাখ ৬ হাজার ৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার কথা জানান তিনি।

[৬] মতবিনিময় শেষে করোনা ভাইরাতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ৪ জনের পরিবারকে ১০ হাজার টাকার করে চেক তুলে দেয়া হয়। এর আগে মৃত্যু বরণকারী ১৫ জনের পরিবারকে ১০ হাজার টাকার করে চেক দেয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়