শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে পরীক্ষার পক্ষে না জাককানইবি উপাচার্য

ফজলুল হক : [২] পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেছেন, অনলাইনে শতভাগ শিক্ষার্থীদের ক্লাস আমরা নিতে পারিনি। আমরা ৬০ শতাংশও পারিনি। ৬০ শতাংশ ছেলেমেয়েকে নিয়ে আমরা অনলাইন ক্লাস সম্পূর্ণ করতে পেরেছি? তারা কি এটেন্ড করেছিল? এর উত্তর না। তাহলে অনলাইনে পরীক্ষা আমরা কাদের নেব। এটা একটা সমস্যা। আমাদের ভাবতে হবে।

[৩] জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জাককানইবি প্রেসক্লাব) আয়োজিত 'তারুণ্যে বিশ্ববিদ্যালয় ও প্রেসক্লাব : অগ্রগতির পথচলায় ৯ই মে' শীর্ষক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

[৪]তিনি বলেন, অনলাইন পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের এ জাতির জন্য খুব ভাল সুফল বয়ে আনবে না। আমরা এমন অবস্থায় এখনও আসিনি যে, শিক্ষার্থীদের কাছে যা প্রত্যাশা তা অনলাইন পরীক্ষার মাধ্যমে খুব সফলভাবে নিতে পারব বা শিক্ষার্থীরা দেখাতে পারবে।

[৫] উপাচার্য আশাবাদী হয়ে বলেন, আমি মনে করিনা যে অনলাইনে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা এসেই পরীক্ষা দিতে পারবে। সেই অবস্থা সৃষ্টি হবে আগামী জুলাইয়ে, এ ব্যাপারে আমি আশাবাদী।

[৬] এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান। সঞ্চালনা করেন জাককানইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় জাককানইবি প্রেসক্লাব এর ফেসবুক পেজ থেকে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়