শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত, হামাসের পাল্টা ২শ রকেট নিক্ষেপ, ইসরায়েলে নিহত ১, আহত ১৯ (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] পূর্ব জেরুজালেম ও আল-আকসা মসজিদ চত্বর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে বেঁধে দেয়া ১ ঘন্টার সময়সীমা পার হওয়ার পর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য রকেট নিক্ষেপ করে হামাস। জেরুজালেম পোস্ট ও হারেৎজ জানিয়েছে ২ শতাধিক রকেট ছোড়ার পর দক্ষিণ ইসরায়েলে অন্তত ১ জন নিহত ও  ১৯ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ১৪০টি রকেট পাল্টা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিনষ্ট করে দেয়।

[৩] হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, তারা জেরুজালেমে ইসরায়েলি আগ্রাসন এবং শেখ জাররাহ ও আল-আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়নের প্রতিবাদে এসব হামলা চালায়। ইসরায়েলকে এমন বার্তা দেয়া হয়েছে যা তাদের বুঝতে অসুবিধা হবে না।

[৪] এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের রকেট হামলাকে বিপজ্জনক সীমা অতিক্রমের সঙ্গে তুলনা করেছেন। ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে গাজায় ফের নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ ২৫ জন মারা গেছে। আহত হয়েছে ৯৫ জন।

[৫] হামাসের নিক্ষিপ্ত রকেটের কারণে অধিকৃত বায়তুল মুকাদ্দাস জুড়ে সাইরেন বেজে উঠলে ইসরায়েলি পার্লামেন্টের অধিবেশন মাঝপথে মূলতবি করে সংসদ সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

[৬] ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশকিছু ভবনে গাজা থেকে নিক্ষিপ্ত রকেটগুলো আঘাত হানে। এতে ভবন, আশেপাশে বেশকিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আশকেলন, দেরট, নির আম সহ আশে পাশের এলাকায় হামাসের রকেটগুলো আঘাত হানে।

[৭] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ইসরায়েলে হামাসের রকেট হামলা অবিলম্বে বন্ধ করতে বললেও গাজায় হামলার ব্যাপারে কিছু বলেননি। তবে বলেন ইসরায়েলের ভূখণ্ড ও এর নাগরিকদের রক্ষার অধিকার আছে।

[৮] ইসরায়েলের সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সবধরনের সুযোগ কাজে লাগানের অঙ্গীকার ঘোষণা করেছে।

https://twitter.com/i/status/1391840686366986245

  • সর্বশেষ
  • জনপ্রিয়