শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবান রুমায় রাশিয়ার তৈরি এসএমজি’সহ গুলি সরঞ্জাম উদ্ধার

বাবুল খাঁন: [২] বান্দরবান রুমায় সন্ত্রাসীদের আস্তানা থেকে অভিযান চালিয়ে রাশিয়ার তৈরি দুটি এসএমজি রাইফেল, গুলি, আফিম সহ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

[৩] মঙ্গলবার (১১ মে) ভোররাতে রুমা উপজেলার মিনঝিড়ি পাড়ার কাছে একটি পাহাড়ি জুম ঘরে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা এসব সরঞ্জাম অস্ত্র উদ্ধার করে। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

[৪] সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, অভিযানের পর আস্তানা থেকে তল্লাশি করে রাশিয়ার তৈরী দুইটি এসএমজি, ৩টি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি, আফিম সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাক’সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

[৫] অভিযানের নেতৃত্বদানকারী রুমা ২৭ বেঙ্গল সেনাবাহিনী জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের শফিক জানিয়েছেন, একদল সন্ত্রাসী পাহাড়ে জুম ঘরে অবস্থান করছে এর খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়। পরে ঐ স্থানে তল্লাশি করে অস্ত্র-গুলি সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামগুলো রুমা সেনানিবাসে নিয়ে আসা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়