শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা-তহবিলে অনুদান দিয়ে বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বিগবি

হ্যাপি আক্তার: [২] করোনা পরিস্থিতিতে ভারতের অনেক সেলিব্রিটি এসেছেন। এবার তাদে কাতারে দাঁড়ালেন বলিউডের শাহেনশা অবিভাত বচ্চন।

[৩]  দিল্লির রাকাব গঞ্জ গুরুদ্বারের কোভিড-কেয়ার তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন বিগ বি। সোমবার থেকেই এই কমিটি কাজ করা শুরু করেছে।

[৪] অমিতাভের এই অনুদানের কথা জানিয়েছেন, দিল্লি শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দার সিং সিরসা।

[৫] প্রেসিডেন্ট মনজিন্দার সিং সিরসা যিনি অকালি দল পার্টির মুখপাত্রও জানিয়েছেন, 'শিখদের কাজের জন্য তাঁদের স্যালুট। শ্রী গুরু তেঘ বাহাদুর কোভিড কেয়ার ফেসিলিটিতে ২ কোটি টাকা অনুদান দেওয়ার সময় এমন কথাই বলেছেন অমিতাভ বচ্চন।' এর পাশাপাশি বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনা হবে এই তহবিলের টাকায়, সে ব্যাপারেও নিশ্চিত হয়েছেন অমিতাভ।

[৬] প্রেসিডেন্ট সিরসা বলেছেন, দিল্লি যখন অক্সিজেনের অভাবে ধুঁকছে, সেই সময় অমিতাভজি আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন আমাদের কাজ কতদূর এগিয়েছে। এই রাকাব গঞ্জ গুরুদ্বার সোমবার থেকে খুলে যাচ্ছে। এখানে ৩০০টি বেড, অক্সিজেন কনসেনট্রেটর, ডাক্তার, প্যারামেডিক্স ও অ্যাম্বুল্যান্সের পরিষেবা থাকবে। এখানে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

[৭] অমিতাভ বলেছেন, ‘শিখেরা কিংবদন্তি। তাদের এই সেবামূলক কাজকে কুর্নিশ জানাই।’ দিল্লির এই ৩০০ বেডের সেন্টারে অক্সিজেন কনসেনট্রেটার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স সহ সবরকমের সুযোগ সুবিধা থাকবে।

[৮] রবিবার নিজের টুইটারে অমিতাভ একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন। গোটা বিশ্বকে ভারতের পাশে দাঁড়ানোর আবেদন জানান বর্ষীয়ান অভিনেতা। ভিডিওতে তিনি বলেন, ‘ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। সেই লড়াই অনেকটাই সহজ হবে যদি বিশ্বের নানা প্রান্ত থেকে জরুরি ওষুধপত্র আমাদের দেশে এসে পৌঁছোয়।’

[৯] তার বিশ্বাস, সময়মত চিকিৎসা এবং সঠিক সময়ে সঠিক ওষুধের জোগান থাকলে অতিমারির এই যুদ্ধেও জিতবে ভারত।

[১০] অন্যদিকে, স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে ভারতে কোভিড রিলিফের কাজে নেমে পড়েছেন বিরাট কোহলিও। Ketto র অর্থ সংগ্রহের জন্য নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন তাঁরা। যেখানে এই সেলিব্রিটি যুগল দেশের করোনা পরিস্থিতির কথা সকলকে জানান এবং সকলকে এক হয়ে লড়াই করার পরামর্শ দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়